Header Ads

অসম রাজ্যিক সংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

*অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাড়ম্বরে*



 *নয়া ঠাহর প্রতিবেদন,শিলচর* 
*শুক্রবার ১০মে সকালে পতাকা উত্তোলন এবং অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার শিবসাগর জেলা কমিটির প্রাক্তন সভাপতি প্রদীপ দত্ত সদ্য প্রয়াত হয়েছেন এদিন তাঁর প্রতিচ্ছবি তে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়।*

*১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে বরাক উপত্যকার যুব সাংবাদিক তথা বরাক ভ্যালি মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক সানি রায় কে অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব অর্পণ করেন*

*এদিন অসমের মোট ২৬ টি জেলার প্রতিনিধি রা অংশ নেন ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে*

*এদিন ব্রহ্মপুত্র উপত্যকা বিশিষ্ট সাংবাদিকতা পুরষ্কার প্রবীণ এবং নবীন দুই সাংবাদিক কে তুলে দেন স্মারক পত্র, ফুলাম গামোছা, অসমীয়া জাঁপি । সবমিলিয়ে ভরপুর আয়োজনে এদিন ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।*

*এদিন সংস্থার ১০ম বর্ষপূর্তি কে কেন্দ্র করে একটি স্মরণিকা ও উন্মোচন করেন, তাছাড়া এদিন ঘোষণা করেন আগামী ২০২৫ র ফেব্রুয়ারি মাসে বরাক উপত্যকার বিশিষ্ট দুই জন সাংবাদিক কে বিশিষ্ট সাংবাদিকতা পুরষ্কারে ভূষিত করবে অসম রাজ্যিক সাংবাদিক সংস্থা*

 *এদিনের আয়োজন অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার শিবসাগর জেলা কমিটির কার্যালয়ে দিনভর কার্যসূচি র মধ্যে আয়োজিত হয় এবং ব্যাপক সাড়া যোগায় সংবাদ কর্মী তথা সাংবাদিক মহলে। এই খবর টি এক বিশেষ সুত্রে জানাযায় ।*

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.