নরেন্দ্র মোদি বারাণসী কেন্দ্রে ভোট দিয়ে কন্যাকুমারী প্রস্তর খন্ডে এ ধ্যান এ বসেন
নয়া ঠাহর ,কোলকাতা ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১জুন জুন বারাণসী কেন্দ্রে ভোট দিয়ে চলে যাবেন, দক্ষিণে কন্যা কুমারী। সেখান বিবেকানন্দ শীলা খন্ডে ধ্যান এ বসেন। বলা হচ্ছে প্রধাণমন্ত্রী অন্য জগৎ , আধ্যাতিক জগতে বিচরণ করবেন।এর আগে কেদারনাথ মন্দিরের গুহা তে ধ্যান এ বসেছিলেন। এবার রাষ্ট্রপতি ভবনে নয় বিজেপি খোলা আকাশের নিচে প্যারেড গ্রাউন্ড বা কর্তব্য পথে শপথ গ্রহণ অনুষ্ঠান করবে বলে তোড়জোড় করছে।ওদিকে মূখ্য মন্ত্রী মমতা বলেন প্রধান মন্ত্রী প্রচারের আলো তে থাকতে চান তাই জপ তপ নামে ভান করছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও একই অভিযোগ করেন। ওদিকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ তিরুপতি মন্দিরে পূজা দেবেন।
কোন মন্তব্য নেই