Header Ads

ইরানের প্রেসিডেন্ট মারা গেলেন

কপ্টার ভেঙে মৃত ইরানের প্রেসিডেন্ট

মারাই গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। ঘন কুয়াশায় পাহাড়ের গায়ে ভেঙে পড়েছে তাঁর হেলিকপ্টার। গত কাল প্রেসিডেন্টর হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পরে রাতভর তল্লাশি চালিয়ে সেটার ধ্বংসস্তূপ পাওয়া গিয়েছে। কপ্টারে প্রেসিডেন্ট রইসি ছাড়াও ছিলেন বিদেশমন্ত্রী হোসেন আমিরআবদোল্লাহিয়ান-সহ আরও আট জন। ইরান সরকার জানিয়েছে কেউই বেঁচে নেই।
    প্রাথমিক তদন্তের পরে বিশেষজ্ঞেরা মনে করছেন খারাপ আবহাওয়া ঘন‌ কুয়াশা, যান্ত্রিক ক্রটি- প্রত্যেকটি কারণই সম্ভবত রয়েছে এই দুর্ঘটনার নেপথ্যে। রবিবার সকালে বেল-২১২ কপ্টারটিতে করে আজারবাইজানের কিজ কালাসি বাঁধ উদ্ধোধন রওনা হয়েছিলেন রইসি। সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রীও। বাঁধ উদ্ধোধন পরে সেখানে থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে তাববিজ শহরের উদ্দেশে রওনা দেয় কপ্টার। খানিক পরে ইরানের সরকার সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ কপ্টারটি ক্র্যাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়েছে। উদ্ধারকারী দল রওনা হচ্ছে। তখনই সমাজমাধ্যমে পাহাড়ি রাস্তা বেয়ে ছোটা উদ্ধারকারী দলের গাড়ির ভিডিয়ো দেখে অনেকেই আশঙ্কা করছিলেন কপ্টারের খোঁজ হয়তো অত সহজে মিলবে না। কারণ ঘন কুয়াশায় দেখাই যচ্ছে না কিছু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.