Header Ads

গঙ্গার জল মনোহরপুর পর্যন্ত চলে এসেছে , এবার কান্দি পৌঁছাবে: বিধায়ক অপূর্ব সরকার

 নয়া ঠাহর , কান্দি জেল রোড ,কোলকাতা : কান্দি জেল রোডের অভিজাত মিশ্র পরিবারের নিজস্ব অঙ্গনে তৃণমূল কংগ্রেসের এক আঞ্চলিক নির্বাচনি প্রচার সভা অনুষ্ঠিত হয়। ১০ নম্বর বহরমপুরে লোকসভা কেন্দ্রের প্রার্থী গুজরাটের ক্রিকেট খেলোয়াড় ইউসুফ পাঠান  এর সমর্থনে এই সভাতে  তৃণমূল বিধায়ক  অপূর্ব সরকার বলেন   স্বামী বিবেকানন্দ সর্ব ধর্মে বিশ্বাস করতেন। জীবে প্রেম তাঁর সাধনা ছিল। গেরুয়া ধারী বিরকা নন্দ র  সাধনা তাঁর গেরুয়া বসন কে বিশ্বাস করে তৃণমূল সাম্প্রদায়িক বিজেপি দলের গেরুয়া নয়।বিজেপি সমাজ কে বিভাজন করছে। তিনি নেত্রী মমতা বন্দ্যপাধ্যায় এর নির্দেশে কান্দি বাসী গঙ্গার জল পাবে । মনোহর পূর পর্যন্ত পাইপলাইন চলে এসেছে। কান্দি শহরের ১৭হাজার বাসিন্দা কে বিনা পয়সা তে জল সরবরাহ করা হবে। তিনি বলেন  সিনিয়র নাগরিক দের  প্রেসার আর ব্লাড সুগার  ব্যবস্থা সহ ঔষধ পত্র বিনাপয়সায় প্রদান করা হবে। মিশ্র পরিবারের বর্তমান প্রাণ পুরুষ বলাই মিশ্র , বিশিষ্ট আইন জীবি অরুন মিশ্র দের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.