সন্দেশ খালী রিপোর্ট দিল সিবিয়াই
রিপোর্ট দিল সিবিআই
মৌমিতা দাস
সন্দেশখালি মামলায় কলকাতা হাই কোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিল সিপিআই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবগণনম এবং বিচারপতি নিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মুখ্যবন্ধ খামে রিপোর্ট জমা দেয় তদন্তকারী সংস্থা। আদালত সেই রিপোর্ট এ দিন প্রকাশ্যে আনেনি।
সন্দেশখালি বিভিন্ন এলাকায় আলো এবং সিসি ক্যামেরা বসানোর নির্দেশও দিয়েছিল আদালত। অভিযোগ তার সত্বেও যে সব বসায়নি প্রশাসন। এ ব্যাপারে জেনাশাসনের রিপোর্ট তবল করেছিল আদালত । আগামী ১৩ জনু পরবর্তী শুনানিতে রিপোর্ট জমা না দিলে আদালত অবমাননার অভিযোগ আনান কথাও জানান প্রধান বিচারপতি।
এইদিন সিবিআই অভিযোগ করে যে রাজ্য পুলিশের সহযোগিতার অভাবে তদন্তে সময় লেগছে। রাজ্য পুলিশ যাতে সব ধরনের সহযোগিতা করে সেই নির্দেশও দিয়েছে হাই কোর্ট। সুপ্রিম কোর্ট যে এই মামলার এখনও হস্তক্ষেপ করেনি তা-ও এই দিন মনে করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির। তদন্তকারী দলে যাতে মহিলা অফিসার রাখা হয় সেই আর্জি জানার জনস্বার্থ মামলার অবদানকারীরা। হাইকোর্ট জানিয়েছে সিবিআই মনে করলে মহিলা অফিসার নিয়োগ করবে।।
১০ এপ্রিল সন্দেশখালিতে সন্ত্রাসের মামলার তদন্ত ভার দেওয়া হয় সিবিআইকে। তার ১৫ দিনের মধ্যে সন্দেশখালির স্পর্শকাতর এলাকায় আলো ও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ ছিল। কিন্তু এক মাস পেরোতে চলতেও কিছুই বসানো হয়নি বলে অভিযোগ।
কোন মন্তব্য নেই