Header Ads

কোলকাতায় ১৯ মে দিবস উদযাপিত

নয়া ঠাহর  প্রতিনিধি, কলকাতা : 
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কলকাতা অধ্যায় আয়োজিত ১৯শে মে ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠান হল রবীন্দ্র ওকাকুরা ভবনে।রবিবার শহিদদের প্রতিকৃতিতে পুষ্প তর্পণের মধ্য দিয়ে  শুরু হওয়া অনুষ্ঠান চলে  টানা চার ঘণ্টা।  অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছেন কল্যাণ সেন বরাট,শুভ প্রসাদ নন্দী মজুমদার  সহ অন্য শিল্পীরা। ১৯ মে দিনটির স্মৃতিচারণ করে সেদিনের   ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করে  বক্তব্য রাখেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কলকাতা অধ্যায়ের সভাপতি অনুপ সেন। অনুষ্ঠানে  সংস্হার সদস্যরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন উনিশের গান 'শোনো ডাকে ওই একাদশ শহিদেরা ভাই'।কল্যাণ সেন বরাটের ক্যালকাটা কয়ার নিবেদন করে তাঁর কথা ও সুরে ১৯ কে ঘিরে লেখা বরাক দেশের গান। কথা সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় তার বক্তব্যে বলেন, ১৮৭৪ সালে  কাছাড়, সিলেটকে যখন কেটে দেওয়া হয় তার সঠিক প্রতিবাদ রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কোনও রাজনৈতিক দল করেনি, । তিনি আরও বলেন, বরাকের বাঙালির ভাষা আন্দোলন শেষ হয়ে যায়নি। এখন চলছে ডি ভোটার পর্ব।  মানভূম ভাষা সেনানী কাজল সেন বলেন, মানভূমে এখনও বাঙালি মেয়েরা টুসু ভাষায় গান গায়, পুজো দেয়। মানভূমের ভাষা সংকট এখনও কাটেনি বলেও মব্তব্য করেন  তিনি। অনুষ্ঠানে   প্রকাশিত হয় উনিশে মে পত্রিকা। পত্রিকা সম্পাদক শান্তনু গঙ্গারিডি বলেন, পত্রিকার নামকরণেই প্রচার হোক উনিশের। অনুষ্ঠানে চমক সৃষ্টি করে অসাধারণ আবৃত্তি পরিবেশন করেন বিশেষভাবে সক্ষম দেবাঙ্গনা দাশগুপ্ত। বরাক  সন্তান শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার বলেন, উনিশের  আন্দোলন শুধুমাত্র বাঙালির ছিল না, ছিল বাংলা সহ অন্যান্যসব অনসমিয়া ভাষাভাষী মানুষের লড়াই। সমবেত আবৃত্তির শ কোলাজ নিবেদন করে বাচিক সংগঠন শুদ্ধস্বর। সঙ্গীত শিল্পী মৈনাক সেনের রাগশ্রয়ী গান, এবং অবন্তিকা দেবরায়ের গানে ছিল অসাধারণ গায়কী।
একক নৃত্যে পারমিতা ভট্টাচার্য প্রণাম নিবেদন করেন ১১ শহিদকে। ১৯ শের শহীদ স্মৃতি তর্পণে একক কবিতা পাঠ করেন মন্দিরা ঘোষ, শম্পা গুপ্ত, অমিত বন্দ্যোপাধ্যায়, নীহার জয়ধর, সুমিতাভ ঘোষাল প্রমুখ।বিশেষ ভাবে সক্ষম কোয়েল বসুর নৃত্য দর্শক শ্রোতাদের প্রাণিত করে। সমবেত কবিতা গানের কোলাজে বাচিক সংগঠন কবিতা ষ্টুডিও উপহার দেয় এক ঝাঁক উনিশের কবিতা ও গান। ঠাকুরপুকুরের ভাবনা ডান্স গ্রুপের ধ্রুপদী নৃত্যের নিবেদনে ছিল উনিশের  প্রণতি।অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো  বিশ্বজিৎ গাঙ্গুলি ও নন্দা গাঙ্গুলির গান কবিতা । সঞ্চালনার ছিলেন সুজাতা চৌধুরী ও অরূপরতন আচার্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.