মুর্শিদাবাদে জেলায় মাদ্রাসা তে প্রথম
মাদ্রাসার প্রথম মুর্শিদাবাদ জেলার পাঁচ
মাধ্যমিকে প্রথম ১০ এ জেলার কোনও পড়ুয়া না থাকলেও মাদ্রাসার পরীক্ষায় জেলার মুখ উজ্জ্বল করেছে পাঁচ বড়ুয়া। তাতে খুশি জেলার শিক্ষাবিদেরা। তাঁদের কথাই মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা হলেও মাদ্রাসায় ভাল ফল বুঝিয়ে দিচ্ছে পড়াশোনায় খুব পিছিয়ে নেই।
মাধ্যমিকের মতো মাদ্রাসাতের জেলার পাশের হার খুবই ভাল। এ বার জেলায় পাশের হার ৮৪.৮৬ শতাংশ।
মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যেয় মেধা তালিকায় দ্বিতীয় ও পঞ্চম স্থান পেল বেলডাঙার ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার দুই ছাত্রী। শুক্রবার ফল প্রকাশিত হলে জানা যায় মাদ্রাসার ছাত্রী তামান্না সুলতানা ৭৭৫ ও হুমাইরা খাতুন ৭৭১ নম্বর পেয়ে যথাক্রমে রাজ্য দ্বিতীয় ও পঞ্চম স্থান পেয়েছে। ভাবতা আজিজিয়া মাদ্রাসার দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মিরাজ শেখ বলেন আমাদের মাদ্রাজ থেকে মোট ২১২ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। তাদের মধ্যে ১২২ জন ছাত্রী ও ৯০ জন ছাত্র। ওই ছাত্রীদের মধ্যে রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম হয়েছে আমাদের মাদ্রাসা থেকে। আমরা প্রত্যাশা করেছিলাম। সেই মতো ফলাফল হয়েছে। আমরা গর্বিত।
কোন মন্তব্য নেই