Header Ads

সি সি এ বা কা আইনে পরিণত হওয়ার পর প্রথম ১৪জনকে নগরিত্ত প্রদান করা হল

নয়া ঠাহর, দিল্লী;, দেশে সি সি এ বা নাগরিকত্ব সংশোধন আইন চালু হওয়ার পর প্রথম পাকিস্থানের সিন্ধু প্রদেশ থেকে  আসা দিল্লি মঞ্জু কি টিলায় বসবাসকারী ১৪জন হিন্দু জনগোষ্ঠীর হাতে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা স্থায়ী নাগরিকত্ব সার্টিফিকেট তুলে দিলেন। আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল  "কা" আইন কারো নাগরিকত্ব কেড়ে নেবে না। নানা  ধর্মীয় কারণে বাংলাদেশ ,  আফগানিস্থান , পাকিস্থান    বসবাস কারী  অত্যাচারিত হলে ভারত তাদের স্থান দেবে নাগরিকত্ব দেবে। তারই অঙ্গ হিসাবে এই আইন চালু হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.