আর পৃথিবীতে ফিরবেন না মহাকাশে মিলিয়ে যাবেন ২২বছরের আমেরিকান কন্যা আলিশা
নয়া ঠাহর,কোলকাতা: ও আর পৃথিবীর মাটির স্পর্শ পাবেনা। ডেট লাইন২০৩০ সাল ।তারপর আমেরিকান কন্যা আলিশা মহাকাশে বিলীন হয়ে যাবে। বাবা অফিসার কন্যা কে মঙ্গল গ্রহে পাঠানো নিয়ে নিশ্চিত হয়ে বলেন ২০৩০ সালের পর আলিশা আর দুনিয়াতে ফিরবে না। আলিশা বলেছেন প্রেম ভালবাসা বলে কিছু নেই। তাঁর প্রেম অচেনা গ্রহ র সঙ্গে। মিলিয়ে যেতে ইচ্ছা করে।
কোন মন্তব্য নেই