Header Ads

জোর প্রচারে তিন দল

জোর প্রচার তিন দলের 

পাঁচ দিন বাকি চতুর্থ দফায়   বহরমপুরে লোকসভার ভোটের। বুধবার কান্দি বিধানসভা এলাকায় রোড-শো ও জনসভার মাধ্যমে প্রচার সারলেন কংগ্রেসে প্রার্থী অধীর চৌধুরী।  প্রার্থীকে ছাড়াই পথসভার মাধ্যমে প্রচার করেছে বিজেপি। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানও এ দিন বড়ঞা বিধানসভার জজানে রোড-শো করেন। এ দিন বিকেলে হুডখোলা গাড়িতে নিচুপাড়া হরিনগর, গোপালনগর, শ্রীকন্ঠপুর প্রচার করেন অধীর। রোড- শো শেষ করে বাজারডাঙা ময়দানে সভা করেন তিনি। আজ, বৃহস্পতিবার কান্দিতে রোড-শো করবেন অধীর। এ দিন সকালে বেলডাঙা এলাকায় রোড-শো, পথসভা করেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। সন্ধ্যায় বহরমপুরে পথসভা করেন তিনি। প্রার্থীকে ছাড়াই বিজেপি কান্দির রসড়ার পথসভার আয়োজন করেছিল। ইউসুফ জজানে রোড-শো করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.