বাবার হয়ে ভোট প্রার্থনা সোনাক্ষী র
বাবার হয়ে ভোট প্রার্থনা
বাবার হয়ে ভোট চাইলেন সোনাক্ষী সিংহ।
শক্রঘ্ন সিংহের হয়ে আসুন শলের মানুষের উদ্দেশ্যে কিছু আবেদন সমাজমাধ্যমে পোস্ট করেছেন সোনাক্ষী। সোমবার ছিল আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট।
চলতি লোকসভা নির্বাচনে আসানসোল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন শক্রঘ্ন। ভোটর দিন নিজের ইনস্টাগ্রামে শক্রঘ্নর একটি ছবি পোস্ট করে সোনাক্ষী লেখেন আসানসোল.. আজ আপনাদের ভোট দেওয়ার পালা। আমার বাবার ব্যাপারে যতদূর বলতে পারি, সততা দূরদর্শিতা আর দায়িত্ববোধ মিলিয়ে উনি একজন সত্যিকারের নেতা।
আপনাদের সকলের ভোটই মূল্যবান। তাই গণতন্ত্রের পক্ষে ভোট দিন ...জয় হিন্দ।
এক সময় বিজেপিতে ছিলেন শক্রঘ্ন। ২০২২ সালের তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি। গত মাসে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে উচ্চকণ্ঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন শক্রঘ্ন। তবে সোনাক্ষীকে তাঁর বাবার রাজনৈতিক অবস্থান নিয়ে বিশেষ কথা বলতে শোনা যায়নি। অন্য দিকে নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত হীরামণ্ডি দ্য ডায়মন্ড বাজার এ দেখা গিয়েছে সোনাক্ষীর অভিনয় যা বেশ প্রশংসিত হয়েছে।
কোন মন্তব্য নেই