বরফে ঢাকা কেদার নাথ সহ চার ধাম পথে ট্রাফিক জ্যাম
নয়া ঠাহর ,অমল গুপ্ত,কলকাতা:, দেশের অন্যতম পবিত্র তীর্থ স্থান বরফ আবৃত কেদার নাথ সহ অন্য চারধাম এ তিব্র যানজট , ৪৫ কিলোমিটার পাহাড়ি পথে জান জট ১১ জন মারা গেছে। বলে অভিযোগ এসেছে।অবাক করা কথা অধিকাংশ তথাকথিত ভক্ত মোবাইল রিল বানাবার জন্য ভিড় জমিয়েছে। কর্তৃপক্ষ এই রিল বানাবার অভিযোগ করেছে। বরফ পাহাড়ে পবিত্র কেদার নাথ মন্দির যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। একদিন ঋষি মুনীদের ভক্তি পুজোর স্থান ছিল।এপ্রিল মে মাসে হাজার হাজার তথাকথিত ভক্ত ভিড় জমিয়েছে । ব্যক্তিগত লোভী অসাধু যাত্রী নিজেদের আত্ম প্রচার মোবাইল রিল বানাবার হুগুগ শুরু হয়েছে। প্রকৃত পূজা ধ্যান নেই ভক্তি নেই। সবই আত্মপ্রচার। অবাক করা কথা হিমালয় এর চূড়ায় ট্র্যাফিক জ্যাম ভাবতে পারেন । ইয়েস সেখানেও পর্বত আরোহী দের ভিড় জমেছে। বরফ ঢাকা পাহাড়ের চূড়ায় যাত্রীদের ফেলে দেওয়া কাপড় জামা ব্যাগ বোতল প্লাস্টিক দুষণ ছড়াচ্ছে। নেপাল সরকার সেই সব আবর্জনা সাফ করে আবার দুষণ ছড়ায়। দেশের তাপমাত্রা বেড়েই চলছে গাছ গাছড়া সব কেটে ফেলে সাফ। মেঘ তৈরি হচ্ছে না বৃষ্টি নেই। কেদার নাথ মন্দিরে র মত পবিত্র স্থান কলুষিত করে সেলফি করো রিল বানাও এনিজেদের আত্ম প্রচার কর।
কোন মন্তব্য নেই