Header Ads

টংলা তে উত্তর - পূর্ব ভারত বাংলা সাহিত্য সভার ভাষা শহীদ দিবস উদযাপন

*  সংবাদদাতা নয়া ঠাহর। :টংলায় উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভার উদ্যোগে ১৯শে মে ভাষা শহিদ দিবস উদযাপন।*
সঞ্জয় সাহা,টংলা, তে  সম্প্রতি:- ওদালগুরি জেলার বানিজ্যিক,শৈক্ষিক এবং সাংস্কৃতিক শহর টংলায়  ১৯ শে মে ভাষা শহিদ দিবস উদযাপন করলো উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভা  টংলা মডেল হাইস্কুল প্ৰাঙ্গণে।১৯শে মে বিকাল ৫টায়  একাদশ শহিদদের শ্ৰদ্ধাঞ্জলি অৰ্পণ করা হয়।শ্ৰদ্ধাঞ্জলি অৰ্পণ করেন টংলা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ভজন সরকার, প্রদীপ প্ৰজ্বলন করেন বিজয়া দে,সহকারী-শিক্ষয়িত্ৰী,টংলা মডেল হাইস্কুল, প্ৰিয়াংকা ঘোষ,অধ্যক্ষা,যোগানন্দ সঙ্গীত-নৃত্য মহাবিদ্যালয়,পিয়লী মহুরী,সঙ্গীত শিক্ষিকা, চিত্ত মজুমদার,সাধারণ সম্পাদক, সিদ্ধাত সরকার টংলা আঞ্চলিক কমিটি,সদৌ বি.টি.আর বাঙালি যুব ছাত্ৰ  ফেডারেশন,প্রতিভা বোস, সংযুক্তা ঘোষ (রনিয়া),পম্পী সাহা, সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক, উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভা,আশিস দাস,সক্রিয় সদস্য উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভা, প্ৰমূখ। সমবেত সঙ্গীত পরিবেশন করেন বিজয়া দে,প্রতিভা বোস, সংযুক্তা ঘোষ (রনিয়া),পম্পী সাহা, প্ৰিয়াংকা ঘোষ,অধ্যক্ষা যোগানন্দ সঙ্গীত-নৃত্য মহাবিদ্যালয়,পিয়লী মহুরী,সঙ্গীত শিক্ষিকা।দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন পিয়ালী মহুরী। ১৯ শে মে  ভাষা  শহিদ দিবসের উপর বক্তব্য রাখেন  সঞ্জয় সাহা, সাধারণ সম্পাদক, উত্তর-পূর্ব ভারত বাংলা সাহিত্যসভা।তিনি বলেন ১৯৬১ সালের ১৯শে মে শহিদ হয়েছিলেন এগারো জন।কিন্তু দুঃখের বিষয় আজও লড়াই করে যাচ্ছেন রাজীব কর, নীহার রঞ্জন পালদের মত আরো কিছু ব্যক্তি ও সংগঠন এই এগারো জন শহিদকে রাষ্ট্রীয় মর্যাদা সহকারে শহিদ ঘোষণা করার জন্য।১৯৬১ সালের ১৯শে মে  শিলচর রেলওয়ে স্টেশনে যে রক্তাক্ত ইতিহাস সংঘটিত   হয়েছিল সেই রেলওয়ে স্টেশনকে 'ভাষা শহিদ স্টেশন,শিলচর ' ঘোষণা করার জন্য লাগাতার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা।কিন্তু সেই লড়াইয়ের আজও কোনো সংসুত্র পাচ্ছেন না সরকারের কাছ থেকে।উত্তর পূর্ব ভারত বাংলা সাহিত্যসভা সেই দাবি ও লড়াইয়ের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা জ্ঞাপন করে বলে অনুষ্ঠানে মত ব্যক্ত করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.