পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে
বাড়ছে বাহিনী কৌশল ভোটারদের বুথে আনতে
চতুর্থ দফার আগে রাজ্য পৌঁছাতে চলেছে আরও প্রায় ১৯০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। তার ফলে এই দফার আগে রাজ্যে কেন্দ্রেয় বাহিনীর মোট সংখ্যা ৫৯৭ কোম্পানিতে পৌঁছে যেতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে দাবি। তারপরের তিন দফায় আরও কেন্দ্রের বাহিনী আসবে। তবে রাজ্য পুলিশের একটি সূত্রের দাবি এখন যা পরিকল্পনা তাতে সপ্তম বাফায় সর্বোচ্চ ৬ ৮৯ কোম্পানি কেন্দ্রের বাহিনী ব্যবহার করা হতে পারে। প্রসঙ্গত ভোট ঘোষণার আগে কমিশন এ রাজ্যের জন্য সর্বোচ্চ ৯২০ কোম্পানি বাহিনীর প্রস্তুত পাঠিয়েছিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। রাজ্য পুলিশের ওই সূত্রের মতে সম্ভবত শেষ পর্যন্ত ৯২০ কোম্পানির বাহিনী রাজ্যের ভোট আসবে না।
মঙ্গলবার তৃতীয় দফায় সব আসনের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন কমিশনের কর্তৃরা
সূত্রের খবর ওই বৈঠকে প্রথম দু দফায় ভোটের হার তুলনায় কম হওয়ার নিয়ে আলোচনা হয়েছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনের রাজিব কুমারের নির্দেশক ভোটারদের বুথমুখী করতে এসএমএস-প্রচারও চালাতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে।
কোন মন্তব্য নেই