Header Ads

ওবিসি বাতিল উদ্বেগ

ওবিসি সংসাপত্র বাতিলে উদ্বেগে অনেকেই
 
এনআরসি-র পরে ওবিসি নিয়েও সাধারণ মানুষের মনে একটা নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে। অনেকেই মনে করছেন কলকাতা উচ্চ আদালতের রায়কে সম্মান করেও অনেকের বক্তব্য। সমস্যায় পড়তে হতে পারে তাঁদের। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নতুন প্রজন্মের পড়ুয়ারা দাবি করছেন ওবিসি তালিকাভুক্ত হওয়ার ফলে শিক্ষাক্ষেত্রে যে একটা সুবিধা তাঁদের মিলে ছিল সেটা বন্ধ হয়ে যাবে। স্কলারশিপ ছাড়াও ভর্তির সময়ে যে সুযোগটুকু পাওয়া যেত ওবিসি থাকার ফলে সেই সুযোগটাও তাঁরা আর পাবেন না বলে দাবি করছে অনেকে। অন্যদিকে সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন সাধারণ মানুষ। কেউ বলছেন স্কলারসিপ কি ফেরত দিতে হবে ?কেউ আবার বলছেন ওবিসি তালিকাভুক্ত থাকা চাকরিজীবীদের পরিবর্তী সময়ে আবার নতুন করে বিপদে পড়তে হতে পারে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা থেকেই প্রতিক্রিটি জানিয়েছেন।
 আইনজীবীদের একটা অংশ প্রশ্ন তুলেছেন উচ্চ আদালতের রায় নিয়ে। আইনজীবী আল মানুন হাসান বলছেন এক দিকে ওবিসি সার্টিফিকেটকে বাতিল করা হচ্ছে কিন্তু সেই ওবিসি সার্টিফিকেটের  মাধ্যমে সুযোগ-সুবিধা বা চাকরি পাওয়া বিষয়টি নিয়ে কোনও অসুবিধা হবে না বলেই জানাচ্ছে হাই কোর্ট। এ ক্ষেত্রে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। পরবর্তী সময়ে এ নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.