Header Ads

আজ বুদ্ধ পূর্ণিমা তিথির উৎসব

আজ বুদ্ধ পূর্ণিমা। আজকের এই শুভ তিথির সঙ্গে বুদ্ধদেবের জীবনের তিনটি প্রধান ঘটনা জড়িত। এই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেন, এই তিথিতেই তিনি বোধি লাভ করে বুদ্ধত্ব অর্জন করেন এবং এই তিথিতেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। এই তিনটি ঘটনা একই তিথিতে সম্পাদিত হয়েছিল বলে একে "ত্রিস্মৃতি বিজড়িত" পূর্ণিমা বলা হয়।
ভগবান বুদ্ধের শান্তি ও মৈত্রীর বাণী দিকে দিকে প্রচারিত হউক জগতের মঙ্গল হউক । জাতি-ধর্মনির্বিশেষে সবাইকে শুভ বুদ্ধপূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাই। সকলে সুখে শান্তিতে ও আনন্দে থাকুন আজকের এই শুভ দিনে এই একান্ত প্রার্থনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.