Header Ads

খোলা আকাশের নিচে মূখ্য মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নয়া ঠাহর ,কোলকাতা :দেশের জনপ্রিয়  প্রভাব শালী দিল্লির মূখ্য মন্ত্রী   অরবিন্দ কেজরিওয়াল কে ই ডি  আবগারী  দূর্নীতি জন্যে গ্রেফতার করেছিল। নির্বাচনি প্রচারের জন্য ১জুন পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়। হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে পড়েন। তিনি বিশাল জমায়েত দেশে "স্বৈর তন্ত্র "উৎখাতের ডাক দেন।২১ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়েছিল।বিশাল নির্বাচনি সভায় অভিযোগ করেন বিজেপি ক্ষমতায় এলে মমতা  ব্যানার্জী সহ দেশেরসব বিরোধী নেতাকে গ্রেফতার করবে।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.