Header Ads

আজ রবিবার গভীর রাতে ভীষণ ঘূর্ণি ঝড় " রেমাল" আছড়ে পড়বে উত্তর পূর্ব গুয়াহাটি র তাপমাত্রা ৪৫ ডিগ্রী অতিক্রম করেছ।

নয়া ঠাহর,কোলকাতা : ইতিমধ্যে বাংলাদেশের বঙ্গোপ সাগরে ভীষণ ঘূর্ণিঝড় পৌঁছিয়ে গেছে। রবিবার গভীর রাতে বাংলা তে আঘাত হানবে।l সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার ঝড় তুফান আসবে। কলকাতা বিমান বন্দর প্রায় ৪০০ টি বিমান বাতিল করেছে।আজ রাত থেকে শতাধিক ট্রেন বাতিল করা হবে।দূরপাল্লার একডজন ট্রেন আছে।এই মে মাসে প্রচণ্ড ঘূর্ণি ঝড় আইলা,  আম ফান  পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল।এবার আসছে রেমল বা বালি । আজ কলকাতা তে গভীর রাতে প্রায় ১০০কিলোমিটার ঝড়   আছড়ে পড়বে বলে আলিপুর আবহ দফতর সতর্ক করে দিয়েছে। দুই ২৪পরগনা, মেদিনীপুর , নদিয়া, মুর্শিদাবাদ বর্ধমান  হুগলি ইত্যাদি জেলা তে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি পাত হবে। এদিকে উত্তর পূর্বের প্রধান শহর গুয়াহাটি তাপমাত্রা ৪৫ডিগ্রি অতিক্রম করেছে। বাংলাদেশের খেপু পড়া অঞ্চলে ঘুর্ণি ঝড় অবস্থান করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.