অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলা জয় করলেন
অমল গুপ্ত ,কোলকাতা: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর পছন্দ র মানুষ আজ দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। তেলেঙ্গানা র মাটি জয় করে এসে বাংলার মাটির বাঙালি দের মন কেড়েছেন। হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টপাধ্যায়, ব্যারাকপুর অর্জুন সিংহ সমর্থন এ বিশাল জনসভা করে অসমের সঙ্গে বঙ্গের তুলনামূলক পরিকাঠামো উন্নয়ন তুলে ধরে দাবী করেন। মমতার সরকার সার্বিক উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়ছে অসম এগিয়ে যাচ্ছে। পশ্চিম বঙ্গে সরকারি কর্মচারিদের ১৪ শতাংশ হারে ডি এ মেলে অসমে ৫০ শতাংশ হারে। বাংলায় লিটার পিছু পেট্রোল ১০৩ টাকা অসমে ৯৬ টাকা।অসম বছরে এক লক্ষ বেকার কে সরকারি চাকরী দিচ্ছে। একটিও দূর্নীতি র অভিযোগ নেই। শিক্ষা বিভাগের মন্ত্রী সহ বিভাগের ১৫,১৬জন অফিসার জেলে আছে। শিক্ষা মন্ত্রী র ঘরে ৫০কোটি টাকা উদ্ধার হল অসমে এই ধরনের লাগামছাড়া দূর্নীতি নেই। বঙ্গে লক্ষ্মী ভান্ডার নিয়ে প্রচার হচ্ছে সেখানে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে । দেওয়া হয় ১২৫০ টাকা করে। অসমে মাদক বিরোধী অভিযান চালিয়ে কয়েক হাজার দুষ্কৃতি কে পুলিশ গ্রেফতার করেছে। শিশু বিবাহ বন্ধ করে কয়েক হাজার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। ১৩, ১৪বছরে শিশু কন্যাদের বিয়ে বঙ্গ বন্ধ করতে পারেনি। মহিলাদের জন্য অরুণোদয় প্রকল্প চালু করে অসমের সব মহিলাকে দের হাজার টাকা করে সরকার দিচ্ছে। ধর্ষণ এর গুরুতর অভিযোগে অন্য দুষ্কৃতি দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য পুলিশে কে ফ্রী হ্যান্ড দিয়েছে অসম সরকার । বারাকপুরে মুখ্য মন্ত্রী হিমন্ত বলেন সন্দেশ খালি তে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার তুলনা নেই এখান থেকে মমতা সরকারের পতন শুরু হবে।
কোন মন্তব্য নেই