Header Ads

বীর ভূম জেলা তে ১৯ টি নদী ছিল আজ বালি পাথর তুলে টা ধ্বংস করা হয়েছে অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

নয়া ঠাহর , কলকাতা: বঙ্গের রামপুরহাট শহরে আজ কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নির্বাচনি প্রচারে এসে অভিযোগ করেন বীরভূম জেলাতে ১৯টি নদী ছিল। সব নদী থেকে বালি পাথর তুলে কয়লা তুলে ধ্বংস করে দেওয়া হয়েছে । তৃণমূলের ভোট ব্যাংক কারা জানেন ?  " ঘুষ পেট " করে বঙ্গে প্রবেশ করেছে তারাই দিদির প্রধান সমর্থক ভোটার। রাজ্যে সিন্ডিকেট করে কাট মা নি    খেয়ে  যারা     রাজ্য চালাচ্ছে তাদের ফাঁসি কাঠে  ঝোলানো হবে। তাঁর দাবি বঙ্গে ৪২ টি আসনের  মধ্যে ৩০ আসনে বিজেপি পাবে।বলেন দেশের মধ্যে একনম্বর দূর্নীতি প্রধান রাজ্য মমতার বঙ্গ।বলেন ১২লাখ কোটি দূর্নীতি করেছ মমতা সরকার। মমতার মন্ত্রীর ঘর থেকে সিবিআই ৫০ কোটি টাকা উদ্ধার করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.