বৈশাখী হারিয়ে গেছে আজ
ঝোলা ভরা বৃষ্টি আছে, বৃষ্টি নেবেন নাকি?
হাতে হাতে দামটি দেবেন, নেই কোনো ধার বাকি।।
গ্রীষ্মকালে বৃষ্টি বেচি, ঝড়ের প্যাকেজ আছে,
মেঘলা দুপুর, টাপুর টুপুর, পাবেন আমার কাছে।।
এক পশলায় দারুণ আরাম, ভিজিয়ে নেবেন অঙ্গ,
হাফ দামে, বেটার হাফ, দেবেন তিনি সঙ্গ!
ভিড় না করে লাইনে দাঁড়ান, এক এক করে আসুন,
আমার আনা বৃষ্টি ধারায়, প্রাণের সুখে ভাসুন ।।
দাম দিতে চান, বলছি দাঁড়ান, কীসের অত তাড়া?
এক পশলা বৃষ্টির দাম তিনটে গাছের চারা।।
কী বলছেন? পাবেন কোথায়? গাছ কেটে সব সাফ?
তাহলে বাবু, আমায় তবে করতে হবে মাফ।।
গাছ পুঁতলেই বৃষ্টি বেচি, টাকাতে নেই কাজ,
কালের গর্ভে কালবৈশাখী হারিয়ে গিয়েছে আজ ।।
********************************************
✍️শান্তনু মুখার্জ্জী
কোন মন্তব্য নেই