শিক্ষার মান কেন নেমে যাচ্ছে
এখনও কেন কম শিক্ষার মান হিসাব স্কুলছুটের
ক'জন পড়ুয়া মাঝপথে স্কুল ছেড়ে দিল খোঁজ নিচ্ছে জলপাইগুড়ি প্রশাসন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গত কয়েক বছর ধরে লাগাতার নিচের সরিতে রয়েছে এই জেলা। জেলার শিক্ষায় এই রোগের কারণ খুঁজতে স্কুলছুটের হিসাব নিতে শুরু করেছে প্রশাসন তথা সমগ্র শিক্ষা মিশন সহ শিক্ষা সংক্রান্ত একাধিক বিভাগ। প্রাথমিক ভাবে দেখা গিয়েছে জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রদের উপস্থিতির সংখ্যা বেশি। অর্থাৎ ছাত্রেরা বেশি সংখ্যায় স্কুলছুট হচ্ছে। শিক্ষকদের একাংশের দাবি ছাত্রেরা রোজগারের আশায় পড়া ওরা ছেড়ে দিচ্ছে। প্রশাসনের দাবি স্কুলছুটের যে তালিকা তৈরি হচ্ছে তা এলাকাভিত্তিক। কাজেই সে তথ্য থেকে জানা যাবে, কোন এলাকায় কোন বয়সি পড়ুয়ার মধ্যে মাঝপথে স্কুল ছাড়ার প্রবণতা বেশি। সেই তথ্য হাতে পেলে পড়ুয়াদের স্কুলমুখী করা সম্ভব হবে বলে দাবি। যদিও প্রশাসনের অধিকারিকেরাই মানছেন কাজটি সহজ নয়।
জেলা শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায় স্কুলছুটের প্রবণতার নেপথ্যে সামাজিক কিছু সমস্যা বা ধারণা দায়ী। কাজেই তথ্য থাকলেই যে সব সামাজিক সমস্যার সমাধান করে ফেলা যাবে এমন নয়। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায় বলেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক জলপাইগুড়ির পিছিয়ে থাকার কারণ হিসেবে অনেকে কোভিডের দু'বছর সময়টার উল্লেখ করে থাকতেন।
কোন মন্তব্য নেই