পাঁচথুপি বানী মন্দির গ্রন্থাগার প্রেক্ষাগৃহে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপন
সংবাদদাতা নয়া ঠাহর, পাঁচথুপী ::গতকাল ১১ই জৈষ্ঠ্য ১৪৩১, 25শে মে2024, সন্ধ্যা 6টায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং মূল আকর্ষণ , শুভ উদ্বোধন পাঁচথুপীর স্থানীয় ইতিহাসের তথ্যলেখ গ্রন্থাগারে প্রতিস্থাপন। সকলের উপস্থিতি ছিল । রুদ্র শঙ্কর দাস ও অন্যান্য দের উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসব বিশিস্ট অতিথিদের উপস্থিতিতে সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। এই অনুষ্ঠানে প্রদীপ কুমার দাসের "পাঁচ থুপির করচা" গ্রন্থ টি প্রকাশ করা হয়।
উজ্জ্বল উপস্থিতি ছিল, গ্রন্থাগার প্রশাসক আলহাজ আতাহার হোসেন পঞ্চায়েত প্রধান কেশব দাস। সঞ্চালনা করেন ছিলেন অমিত ধর।
ড. আদিত্য মুখোপাধ্যায় (গবেষক, কবি, তথ্য চিত্র পরিচালক) সাহিত্যিক প্রদীপ কুমার দাস ।বিশিষ্ট গবেষক ও সঙ্গীতজ্ঞ প্রণব আচার্য্য
হেনা সিনহা (principal Berhampur Girls college) হেমেন্দ্র কুমার ঘোষ (সম্পাদক কান্দি সাধারণ পাঠাগার) এছাড়াও ছিলেন বিশিষ্ট গুনিজন ও স্থানীয় শিল্পীগন। স্থানীয় শিশু কিশোর কিশোরী ও সংস্কৃতি প্রেমী দের নাচ গান আবৃত্তি তে মুখর ছিল এই অনুষ্ঠান।
কোন মন্তব্য নেই