অসমে ৩৬শতাংশ মুসলীম বিজেপি কে ভোট দেয় না অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
নয়া ঠাহর গুয়াহাটি: অসম এ ৩৬ শতাংশ মুসলিম তাই তারা বিজেপি কে ভোট দেই না। সভা সমিতিতে মাত্র ১৫,২০ জন করে মুসলিম মানুষ এসেছে। দাবী করেন মুসলিমদের সব ধরনের কল্যাণ করা হয়েছে। তারপর মুসলিমরা বিজেপি কে কেন ভোট দেয় না বলতে পারবো না। দাবী করেন অসমে ১৪টি,লোকসভা আসনের মধ্য এ বিজেপি ১১-১২ টা পাবেই। দেশের প্রধাণমন্ত্রী র আশ্বাস মত দেশে লোকসভা ৫৪৩টি আসনের মধ্যে কম করে ৪০০ টি আসন পাবে। বরাকের এক সূত্র দাবি করে এবার বরাক এর অধিকাংশ মুসলিম ভোটার বিজেপি কে ভোট দিয়েছে।
কোন মন্তব্য নেই