Header Ads

তৃণমূল আমলে ২৬হাজার শিক্ষক নিয়োগ বাতিল হওয়ার পর ৫লাখ ও বিসি সার্টিফিকেট বাতিল

নয়া ঠাহর , কলকাতা : নির্বাচনের সময় কলকাতা হাইকোর্টে একটার পর একটা রায় দান তৃনমূল সরকারকে বিপাকে ফেলেছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী পর্যন্ত সরকারকে তীব্র আক্রমণ করেছেন। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় সরাসরি  স্পষ্ট বলেছেন পাঁচ লাখ  ওবিসি সার্টিফিকেট বাতিল মানবে না।  প্রধানমন্ত্রী  বলেছেন " তুষ্টিকরন রাজনীতি করছেন সংখ্যালঘু গোষ্ঠীকে সব সুবিধা দিচ্ছেন।" রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেনী বা ওবিসি সংক্রান্ত ২০১২ সালের বিধি বাতিল করেছে কলকাতা হাইকোর্টে। বুধ বার বিচারপতি তপোব্রত চক্রবর্তী, এবং বিচারপতি রাজা শেখর মন্থার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। তবে ২০১০সালের আগে যারা এই সার্টিফিকেট পেয়েছেন তারা এই রায়ের আওতায়।পড়বেন না। যাঁরা২০১২ সালের সার্টিফিকেট নিয়ে চাকরী পেয়েছেন  তাদের ক্ষেত্রে রায়ের কোনো প্রভাব পড়বে না। চাকরী তে বহাল থাকবে। তবে এখন থেকে সার্টিফিকেট আর ব্যবহার করা যাবেনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.