প্রব্রাজিকা আনন্দপ্রাণার জীবনাবসান
প্রব্রাজিকা আনন্দপ্রাণার জীবনাবসান
শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের পঞ্চম অধ্যক্ষা প্রব্রাজিকা আনন্দপ্রাণার জীবনাবসান হয়েছে। মঙ্গলবার সকাল 9টা ৪৫ মিনিটে দক্ষিণেশ্বরে সঙ্ঘের মূল কার্যালয়েই তিনি প্রয়াত হন। বয়স ১৭ বছর দীর্ঘ কয়েক মাস ধরেই আনন্দপ্রাণা মাতাজি বার্ধক্যজনির সমস্যায় ভূগছিলেন।
সারদা মঠ সূত্রের খবর শারীরিক অসুস্থতার কারণে গত বছরের 1অক্টোবর দক্ষিণ কলকাতাযর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন প্রব্রাজিকা আনন্দপ্রাণা। 10 নভেম্বর হাসপাতাল থেকে তাঁকে দক্ষিণেশ্বরে সঙ্ঘের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই অধ্যক্ষার বাসভবনে তাঁর চিকিৎসা চলছিল। জানা যাচ্ছে পরবর্তী সময়ে কার্ডিয়াক ও রেসপিরেটরি ফেলিওরের সমস্যা দেখা দেয়। শেষ দুই সপ্তাহ ধরে তাঁকে অক্সিজেন দিতে হচ্ছিল। তাকেও শারীরিক আবস্থার তেমনি উন্নতি হয়নি।
কোন মন্তব্য নেই