দেশের বিশিষ্ট শিল্প পতি রতন টাটা তার দুই পোষা কুকুর টাঙ্গো ও টিটো অসুস্থ হয়ে পড়ায় ব্রিটেনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার গ্রহণ করতে যাননি
নয়া ঠাহর , কোলকাতা , দেশের বিশিষ্ট শিল্প পতি রতন টাটা যিনি তার আয়ের ৬৫ শতাংশ সরকারকে দান করেন।কোটি কোটি টাকার বিবাহ উৎসব করেন না। জীবনে বিবাহ করেননি। বাড়িতে দুই কুকুর টিটো আর টেঙ্গো প্রাণের চেয়ে বেশি ভালবাসেন।ব্রিটেন রানি প্রিন্স চার্লস ১৯১৮ সালের ৬ফেব্রুয়ারি রতন টাটাকে জীবন ব্যাপি সাধনার জন্যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিতে চ্য়েছিলেন। দুই পোষ্য প্রিয় কুকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্রভু রতন টাটা ।১১ বার মোবাইল a খবর পাঠিয়ে ব্রিটেন যাওয়া বাতিল করেন।ব্রিটেনের রানী এই ঘটনার কথা শুনে বিস্ময় প্রকাশ করে বলেন এই উচ্চ মার্গের সংবেদনশীল মনের মানুষ ভারতে আছে?
কোন মন্তব্য নেই