Header Ads

মুর্শিদাবাদে আগাম লিচু বিক্রি হচ্ছে

দাম পেতে আগাম লিচু বিক্রি করছেন বাগান মালিকেরা

গত কয়েক দিন ধরে বাজারে মিলছে, মৌসুমীর ফল লিচু। জেলার বিভিন্ন হাটে-বাজারে ঝুড়ি ভর্তি করে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিক্রেতাদের একাংশের দাবি এ বছর লিচুর দাম তুলনামূলক ভাবে কিছুটা বেশি। যার ফলে অনেক বাগান মালিক বাগান লিজ নিয়ে চাষ করছেন এরকম চাষিরা আগাম লিচু বিক্রি করতে শুরু করেছেন। বাগান থেকে শুনতির হিসাবে ১২০০ থেকে ১৪০০ টাকা প্রতি হাজার দরে লিচু বিক্রি হলেও বিভিন্ন বাজারে কিছু বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।
    হরিহরপাড়া বাজারে এক ফল বিক্রেতা বলেন পর্যাপ্ত পরিমাণে লিচু বাজারে আসতে শুরু করেনি। অন্য বছর লিচু ৮০ থেকে বড় জোর ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়।  সেই লিচু ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্য বছর ৮০০ থেকে ১০০০ টাকা দরে এক হাজার লিচু কিনতে হলেও বাগান থেকে তা ১২০০ থেকে ১৪০০ টাকা দরে কিনতে হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.