দেশে বহরমপুরে লোকসভা কেন্দ্রে আজ ভোট বিরোধী দলনেতা অধীর চৌধুরী প্রার্থী
অমল গুপ্ত কান্দি জেল রোড, মুর্শিদাবাদ: জেলার সদর বহরমপুর ১০ লোকসভা কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে তৃনমূল কংগ্রেস, কংগ্রেস এবং বিজেপি। তৃণমূল গুজরাটের ক্রিকেট খেলোয়াড় ইউসুফ পাঠান কে দাড়া করিয়েচে। কংগ্রেস ঘরের ছেলে অধীর চৌধুরী কে প্রার্থী করেছে এর আগে তিনবার জয়ী হয়েছেন একই কেন্দ্রে। বিজেপি বহরমপুরে বিশিষ্ট ডাক্তার নির্মল সাহাকে প্রার্থী করেছে।জোর প্রচার চলছে।বিজেপি বহরমপুরে বিমানবন্দর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। মেডিক্যাল হাব করার আশ্বাস আছে। অধীর চৌধুরী কান্দি হিজল অঞ্চলে বানভাসি মানুষের দুর্দশা মোচনে তিনটি নদীর উপর তিনটি সেতু গড়ে বাজিমাত করেছে। প্রাক্তন অর্থ মন্ত্রী প্রণব মুখার্জী কান্দি মাস্টার প্ল্যান বাস্তবায়নের সাড়ে চারশো কোটি টাকা মঞ্জুর করেছিলেন তাই কান্দির বন্যা কমেছে।।৩০ লাখ চাকরী প্রতিশ্রুতি সহ গরীব পারিবারের একজন মহিলাকে বছরে একলাখ টাকা দেবার আশ্বাস দিয়েছে অধীর। তৃণমূল কংগ্রেস জেলায় পরিযায়ী শ্রমিক সমস্যা সহ অন্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট লড়ছেন। তৃণমূল প্রার্থীর মুখের ভাষা কান্দি এলাকার মানুষ বুঝতে পারছে না । অন্যকে দোভাষীর কাজ করতে হচ্ছে।কান্দি বাসীর বহু বছরের দাবী রেল আর হলনা কোনো দল প্রতিশ্রুতি দিল না। তিনটি নদীর উপর সেতু নির্মাণ হওয়ায় কান্দি চৌরিগাছা রেল পথে দুরত্ব প্রায় ১৪ কিলোমিটার কমে গেছে। বিজেপি ও কোনো আশ্বাস দিল না l অধীর চৌধুরী রা আজ বিজ্ঞাপন দিয়ে বাংলাকে সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত বাংলা গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।বিজেপি পাতাজোড়া ওবিজ্ঞাপন দিয়েছে কোন দল কন্দির জ্বলন্ত সমস্যা রেল লাইন নিয়ে একটি শব্দ খরচ করেনি। কংগ্রেস পি এম কেয়ার ফান্ড নিয়ে বলেছে। নির্বাচনি বন্ড দূর্নীতি র কথা বলেছে। বহরমপুরে লোকসভা কেন্দ্রে ১৭লাখ ৮৩হাজার ভোটার আছেন। মোট বুথ ১৮৭৯,টি প্রার্থী ১৫জন, কেন্দ্রীয় বাহিনী ৭৩ কোম্পানী।তার পরেও গন্ডগোল হবেই কারণ বাঙালি রাঁ এই ভোট কান্ড জড়িত আছে। বরোয়া, কান্দি, ভরতপুর , রেজিনগর, বেলডাঙ্গা, নওদা ও বহরমপুরে বিধানসভা নিয়ে বহরমপুরে লোকসাভা কেন্দ্র।তৃনমূল প্রার্থী ইউসুফ পাঠান আজ বিজেপি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসংশা করে বলেন তাঁর জন্যে গর্ব হয় কারণ তিনি গুজরাটের বাসিন্দা। তিনিও সেখানে।
কোন মন্তব্য নেই