Header Ads

দেশের মধ্যে একমাত্র সাংসদ অভিনেতা দেব প্রতিশ্রুতি দিলেন যত ভোট ততা গাছ লাগানো হবে

নয়া ঠাহর,,,কলকাতা: দেশে তিব্র দাব দাহ চলছে। রাজস্থান এর জয়সালমিরের মত ৪৭ -৫০ ডিগ্রী সেলসিয়াস গরম চলছে। দেশের রাজনীতিবিদ রা তাদের ইশতিহার এ পরিবেশে প্রকৃতি সংরক্ষণ নিয়ে এক লাইন আশ্বাস দেই না ,সবই মিথ্যা . একমাত্র সবুজ গাছ ,সবুজ  ছায়া  অক্সিজেন ভরা পরিবেশ বৃষ্টি  টেনে আনবে। ভারতের ৫৪৩, লোকসভা সদস্য মধ্যে ৫০ শতাংশ বেশী দূর্নীতি  গ্রস্ত,  ৩০ শতাংশ বেশী বিরুদ্ধে ফৌজ দারি মামলা আছে  আবার এই সাংসদ  রা লোকসভা তে জিতে আসবে।  দেশের ৮০ শতাংশ জঙ্গল ধ্বংস করা হয়েছে। প্রচণ্ড  জল কষ্ট ভূগর্ভের জল ভান্ডার     শেষ হতে চলেছে। সবুজ আর অক্সিজেন ছাড়া দেশ বাঁচবে না। পশ্চিম বঙ্গের মেইদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে যত লাখ ভোট পাবেন তত লাখ গাছ লাগাবেন  বলে আজ আশ্বাস দিলেন।আজ লোকসভা কেন্দ্রে মনোনয়ন পত্র দাখিল করে অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী দল বল নিয়ে রক্ত দিলেন। গরম থেকে লাখ লাখ গাছ লাগাবেন।  প্রতিশ্রুতি  দিলেন দেব। একমাত্র ব্যতিক্রম দেব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.