দেশে চর্তুথ দফা ৯৬টি আসনে ভোটের আগে পশ্চিমে বঙ্গে অশান্তি শুরু
নয়া ঠাহর ,কোলকাতা: আজ সোমবার দেশে ৯৬কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গে খুনোখুনি শুরু হয়ে গেছে। কারণ রাজ্যের নাম পশ্চিম বঙ্গ, রাজ্যের বাঙালি রা সাংস্কৃতিক মনষ্ক নয়। দেশ বা দশের কথা মোটেই ভাবেনা, নোংরা রাজনীতি। বাঙালি র নোংরা রাজনীতি সাড়া দেশ দেখে ছি ছি করছে। বঙ্গে ৫টি কেন্দ্রে ভোট হচ্ছে অশান্তি সঙ্গে আছেই। দিনভর চলবে। বঙ্গে শিল্প অঞ্চলে ভোট হচ্ছে। বিগত বাম আমলে ৩৪ বছরে নোংরা রাজনীতি বলি হয়ে হাজার হাজার কোম্পানী বন্ধ হয়ে গেছে। তৃণমূল রাজত্বে কোম্পানী সব বন্ধ কিন্তু নোংরা রজনীতি বন্ধ হয়নি। বাঙালি বুদ্ধি জীবীদের মেরুদন্ড নেই অন্যায় অবিচার প্রতিবাদ করেন না। আজ কালনা গেট এবং মন্তেশ্বর সাংসদ দিলীপ ঘোষের কনভয় আক্রমণ করে তৃণমূল সমর্থকরা। বর্ধমান এবং দুর্গাপুর সাংসদ ঘোষ কে ব্যক্তিগত আক্রমণ করতে না পেরে তাঁর গাড়ি আক্রমণ করে ভেঙে ফেলা হয়। নিরাপত্তা রক্ষী আহত হয়। জয় বাংলা বলে স্লোগান দেওয়া তৃনমূল সমর্থকরা দিলীপ ঘোষের গাড়িতে আক্রমণ করে বলে অভিযোগ। কৃষ্ণনগর বিজেপি গন্ডগোল করেছে বলে অভিযোগ। বঙ্গে ভোট হচ্ছে অথচ বোমা পড়বে না তাই কী হয়? নাম তো বাংলা । সাইথিয়া তে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে বিজেপি জেলা সভাপতি অভিযোগ করেন। পুলিশে দিকে আঙ্গুল তোলেন।শালারে প্রিজাইডিং অফিসারের সামনে ছাপ্পা ভোটার অভিযোগ করেছে বিজেপি। তেহত্তে বিজেপি সমর্থকদের বুথে যেতে দেওয়া হয়নি বলে বিজেপি অভিযোগ। চকদাই বিজেপি তৃণমূল ঝগড়া। চার দফা ভোটে বিক্ষিপ্ত ঘটনা । মমতার অভিযোগ মা বোনদের নিয়ে বিজেপি সন্দেশ খালিতে গন্ডগোল করছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন তেলেঙ্গানা ভোট শেষ হলে কেন্দ্রীয় বাহিনী আরও আসবে। দেশের প্রধান মন্ত্রী আগামীকাল বারাণসী তে মনোনয়ন পত্র পেশ করবেন।আজ সেখানে ৫কিলোমিটার রোড শোয়ে অংশ নেন। সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ ছিলেন।
কোন মন্তব্য নেই