Header Ads

স্টেট ব্যাংকের মুনাফা

নজিরবিহীন নিট মুনাফা স্টেট ব্যাঙ্কের 

গত অর্থবর্ষে ২০.৫৫% মুনাফা বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক সব শাখায মিলিয়ে নিট লাভ শুনেছে। ৬৭.০৮৪.৬৭ কোটি টাকা। দেশের বৃত্ততম এই ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খাড়ার দাবি,  এটা নজিরবিহীন। গত ২০০ বছরের ইতিহাসের এতটা মুনাফার মুখে আগে দেখিনি এসবিআই। 
   স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, তাদের অনুংপাদক সম্পদও কমেছে। গত আর্থিক বছরে ব্যাঙ্কের মোট ঋণের তুলনায় মোট অনুংপাদক সম্পদের হার নেমেছে ২.২৪ শতাংশে। তাপর আগের বছরে ছিল ২.৭৮%। ফলে মোট আর্থিক সংস্থানও কমে হয়েছে ৭৯২৭ কোটি টাকা। তার আগের অর্থবর্ষে তা ছিল ৮০৪৯ কোটি টাকা। এটাই মুনাফা বাড়াতে সহায়ক হয়েছে। গত অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক ঋণও দিয়েছে আগের বছরের থেকে ১৫.২৪% বেশি। মোট পরিমাণ ৩৭,৬৭,৫৩৫ কোটি টাকা। আমানত ১১.১৩% বেড়ে দাঁড়িয়েছে ৪৯,১৬,০৭৭ কোটিতে। বৃহস্পতিবার তাই বাজার বিপুল পড়লেও, এফবিআইয়ের শেয়ার দর বেড়েছে। 
    এ দিকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিট মুনাফা গত অর্থবর্ষে তার আগের বছরের থেকে প্রায় তিনগুণ বেড়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ২০২২-২৩ সালে তা ছিল ২৫০৭ কোটি টাকা। গত বার ছুঁয়েছে ৮২৪৫ কোটি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কও গত জানুয়ারি-মার্চ  নজরবিহীন নেট মুনাফা করেছে। যার পরিমাণ ৮০৮ কোটি টাকা। গোটা অর্ধবর্ষে  তার পরিমাণ ২৬৫৬ কোটি টাকা। আগের বছর তা ছিল ২০৯৯ কোটি। গত আর্থিক বছরে আইওবির মোট অনুংপাদক সম্পদের হার কমে হয়েছে মোট ঋণের ৩.১০%। আগের বছর ছিল ৭.৪৪%।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.