ডাক্তার দেবী শেট্টি দেশের বিখ্যাত কার্ডিও লজিস্ট কে স্টুডিও তে মার খেতে হল
নয়া ঠাহর ,কোলকাতা দেশের বড় স্বাস্থ্য সাথী বড় বড় ঔষধ কোম্পানী গুলো আজ দেশের বড় শত্রু তে পরিণত হয়েছে। মুনাফা লাভের লাভের লক্ষ্যে রোগীদের ভুল বুঝিয়ে ঔষধ দিচ্ছে যার ফলে দেশের ৬৫বছরের ঊর্ধ্বে হার্টের রুগীরা অসময়ে মারা যাচ্ছে । বলে বিখ্যাত ডাক্তার দেবী শেঠি অভিযোগ করায় একাংশ হার্টের ঔষধ বিক্রি করা কোম্পনীর প্রতিনিধি জাতীয় পর্যায়ের এক চ্যানেল স্টুডিও তে মারধর করে বলে গুরুতর অভিযোগ উঠেছে। নির্বাচনি তহবিলে বা বন্ড এ কোটি কোটি টাকা চাঁদা দিয়ে দেশের ঔষধ কোম্পানী গুলি জীবন দায়ী ঔষধ সহ হার্ট ,সুগার প্রেসার সহ সব ঔষধ এ দাম বাড়িয়ে দিল কেন্দ্র নীরব চুপ। তাদের প্রতিনিধির হাতে দেশের বিখ্যাত হার্টের ডাক্তার মার খেলেন। দেশে নিন্দার ঝড় নেই। দেশে কোনো প্রতিক্রিয়া নেই।
কোন মন্তব্য নেই