Header Ads

ভারতের রাজ্য , রাজস্থান এর মেরু শহর জয়সালমির তাপমাত্রা,৫২ ছড়িয়ে গেছে, ভাসছে আরব ,ব্রাজিল বন্যায় ভাসছে

অমল গুপ্ত , কান্দি জেলরোড,কোলকাতা:   আরবের দুবাই মেরু শহর কৃত্রিম বন্যায় ডুবছে। অপরদিকে  ব্রাজিলের  দক্ষিণ শহর রিও গ্রান্ডে দো সুল টানা বৃষ্টিতে বিপর্যস্ত   সন্তা মারিয়া নদী ফুলে ফূপে সব অঞ্চল ডুবে গেছে ।৩৯ মানুষ জলে ডুবে মারা গেছে। এদিকে ভারতের মেরু শহর জয়সলমিরের বালিয়াড়ি তেতে উঠেছে। প্রচণ্ড গরম মানুষ নাজেহাল ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রা ভারতে  রেকর্ড গড়েছে।  কলকাতা শহরে মানুষ ৪২ডিগ্রি তাপমাত্রা তে জ্বলছে।  বাতাসে জলীয় বাষ্প নেই শুকনো আবহাওয়া , আদ্রতা ছিল ৪৭শতাংশ। গঙ্গা তীরবর্তি অঞ্চল মাঠ ঘাট শুকিয়ে গেছে,   মাটি ফেটে গেছে। আবহাওয়া দপ্তর গতকাল থেকেই রেকর্ড বাজিয়ে   যাচ্ছে রবিবার থেকে ঝড় বৃষ্টি হবে। কিন্তু কোথায় বৃষ্টি ? বঙ্গের কলাই কুণ্ডা র তাপমাত্রা ৪৩, ৫ডিগ্রি সেলসিয়াস।আজ দুপুর থেকে প্রবল উত্তপ্ত আবহাওয়া। গত ২০ ,২৫ দিন থেকেই বাংলা জ্বলছে।  আমার জীবনে এত গরম পড়তে দেখিনি।  এন্টি সাইক্লোন এর জেরে বাড়ছে গরম তৈরি হচ্ছে তাপ প্রবাহ বলছেন বিশেজ্ঞরা। কিন্তু পরিবেশ প্রকৃতি নিয়ন্ত্রণ  করা জল সংরক্ষণ  মানুষে হাতে। ভূগর্ভের জল ভান্ডার ফুরিয়ে যাচ্ছে। ব্যাঙ্গালুরু সহ চেন্নাই আশপাশে জঙ্গল এমনকি ছোট ছোট নদী  সব শুকিয়ে গেছে। দেশের  প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর "মন কী বাত", বরাবর জল সংরক্ষণ নিয়ে আহবান জানাচ্ছে। কিন্তু দেশ বাসী মনে রাখে না, দেশে মাত্র ৮ শতাংশ মানুষ জল সংরক্ষণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু আগাম সতর্ক করে জানিয়েছে আগামী ২০৪০-৫০ সালের মধ্যে ভারত  এ ভূগর্ভের জল ভান্ডার ফুরিয়ে যাবে। কিন্তু দেশের  রাজনৈতিক দল গুলো তাদের নির্বাচনি ইশতেহার এ জল  পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্ত দেই নি। ভারতে আজও স্বাধীনতার ৭৫বছর পর ভারতে ২৭শতাংশ মানুষ দরিদ্র সীমার তলে বাস করে। শুদ্ধ পানীয় জল তাদেরকাছে বিলাসিতা। ব্যাঙ্গালুরু তে  সম্পদ শালী মানুষ ৪০০-৫০০ টাকা বোতলে শুদ্ধ দামী কোম্পানির জল কিনছে। গরীব মানুষের কাছে  চরম বিলাসিতা। শুধু চাল, ডাল, তেল,  গ্যাস কিনতে জীবনে হিমসিম খাচ্ছে। জীবনের অপর নাম জল, সেই জল  নিয়ে গরীব মানুষের জীবন জীবিকা  প্রায় অচল হয়ে যেতে বসেছে।চরম বিপদ ঘনিয়ে আসছে। হাতে সময় নেই।  আজ আর মানুষ গাছ লাগায় না শুধু কাটে। তৃনমূল সরকারের আমলে অধিকাংশ পুকুর ভরাট করা হয়েচে। গাছ কেটে পাচার করা হয়েছে।কেন্দ্রীয় সরকার জাতীয প্রকল্প নির্মাণের সময় পথ এর ধারে লাখ লাখ গাছ কেটে ফেলেছে। পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়া সত্বেও সবাই নির্বিকার। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.