বঙ্গোপসাগর এ এন্টি সাইক্লোন তৈরি হচ্ছে না,হচ্ছেনা জলীয় বাষ্প জের চলবে রবিবার পর্যন্ত
নয়া ঠাহর , কান্দি জেল রোড , কলকাতা: তীব্র দাবদাহ সবকে জ্বালিয়ে দিচ্ছে।কোলকাতা তে ৪৩ ডিগ্রি সেলসিয়াস কালাইকুন্দা তে ৪৭ কান্দির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। বাড়ির বিড়াল কুকুর পশু পাখি কিট পতঙ্গ সব কষ্টে আছে। পূর্বাঞ্চল ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত বলেন গত ,৫০ বছরে এপ্রিলে এত তাপ মাত্রা হয়নি।বলেন আগামী রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভবনা আছে। গত ১৫দিন থেকে লাগাতার উত্তর পশ্চিম থেকে গরম শুকনো হওয়া ঢুকছে দক্ষিণ বঙ্গে। তার জেরে বঙ্গোপসাগর এর জলীয় বাষ্প থমকে গেছে। তীব্র গরম হওয়া বেড়েই যাচ্ছে। রবিবারের আগে স্বস্তি মিলবে না। কালাই কুন্ডা তে ৪৭,২ ডিগ্রি সেলসিয়াস , পানা গড় ৪৫,৬, ডিগ্রি, মেদিনীপুর ৪৫,৫,, বাঁকুড়া ৪৫,১, কান্দি ,৪৫,কোলকাতা ,৪৩,০ , সল্ট লেক,৪৩,৫, দমদম ৪৩, ০ , মালদহ ৪২,৬ তাপ মাত্রা। যা আগে ৪০ ৫০ বছরে হয়নি। অন্যান্য কারণের মধ্যে ব্যাপক হারে সবুজ ধ্বংশ। গাছ কাটা হচ্ছে সবুজ ছায়া নেই নেই অক্সিজেন।
কোন মন্তব্য নেই