Header Ads

শুধু হিন্দু নয় মুসলিমরাও ভাষা শহীদ আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন দাবী সাংবাদিক চয়ন ভট্টাচার্য র

 সাংবাদিক চয়ন ভট্টাচার্য,শিলচর : ১৯ শের প্রাক্কালে একটি কথা

ভাষা সেনানি মানিক মিয়ার কথা বার বার ইতিহাসে এসেছে।
    বরাক বঙ্গের উনিশের আবাহনে ১৮.০৫. ২০১৪ তারিখে তাকে মরনোত্তর সন্মাননা জানানো হয়েছিল।
 মুদরিস আলি করিমগঞ্জের। দশ হাজার মানুষের মিছিল  পরিচালনা করেছিলেন।
    শিলচরের বঙ্গ ভবনে যে কজন মনিষীর ফটো টাঙ্গানো আছে, এতে আব্দুর রহমান চৌধুরীও আছেন।

  মধুরবন্দ অঞ্চল থেকে যারা সংগ্রামে  অংশ নিয়েছিলেন তাদের মধ‍্যে কজন উল্লেখযোগ্য  ব‍্যক্তি
আহমদ আলি হাজারী
নিজাম উদ্দিন হাজারী
শিরু মিয়া লস্কর
ইউছুফ আহমদ লস্কর
আলতাফ হোসেন মজুমদার
মুদচ্ছির আহমদ লস্কর
কুতুব আহমদ মজুমদার / খৈরুন নেছা মজুমদার পরে চৌধুরী
এদের মধ‍্যে একমাত্র ইউছুফ আহমদ লস্কর সুস্থ ও জীবিত আছেন।
   দেশী ভাষা বিদ‍্যা যার প্রকাশনায়  তাদের কথা আছে।
    বললেন ভাষা সংগ্রামের গবেষক 
ইমাদ উদ্দিন বুলবুল

আসলে বাংলাদেশ থেকে কিছু সংখ্যক লোক প্রচার করছে ১৯শে মে ভাষা আন্দোলনে শুধু হিন্দুদের কথাই উল্লেখ করা হয়েছে। এবং তারা একটা তালিকা দিয়েছিলেন তাতে বলা হয়েছে মুসলমানদের অবদানের  কথা নাকি নাকি বাদ দেওয়া হয়েছে। গতকাল গান্ধী পার্কে রক্তিম দিগন্তের এক অনুষ্ঠানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ভাষা সংগ্রামের আরেক গবেষক নিহার রঞ্জন পাল। ভাষা সংগ্রামের ক্ষেত্রে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেকে ইতিহাসে স্থান দেওয়া হয়েছে এটা তিনি গবেষণা করে দেখিয়েছেন।
আসলে ঊনিশের চেতনাকে খাটো করে দেখাতে 
এধরনের একটা প্রচার চালানো হয়। আপনারা যারা যখনই এ ধরনের অপপ্রচার দেখবেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। এই অনুরোধ রইল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.