কংগ্রেস সভাপতি র মন্তব্য এ খুশি নন প্রধানমন্ত্রী
নয়া ঠাহর বহরমপুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মাদি অভিযোগ করেন ইন্ডিয়া জোট দুর্নীতির ঘাঁটি। বলেন দেশ বিরোধী শক্তির সমাহার । কংগ্রেস ৩৭০ লাগু করতে পারেনি । কংগ্রেস সভাপতি খারগে কাশ্মীর কে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ মানতে রাজি নন। অথচ এই কাশ্মীর জন্যে প্রাণ দিচ্ছেন বিহার রাজস্থানে যুবক রা। আম্বেদকর কাশ্মীর কে নিয়ে ভারতের স্বপ্ন বুনেছেন i বিজেপি সরকার সেই স্বপ্ন কে সাকার করছে। গতকাল প্রধানমন্ত্রী বঙ্গের একসভা তে সন্দেশ খালির প্রসঙ্গ তুলে বিশাল সভায় বলেন আপনারা বলুন সেখানে অপরাধী দের কঠোর সাজা দেওয়া উচিত না উচিত। না উচিত বলে বিশাল সভা গর্জিয়ে উঠে। এদিকে মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় এজেন্সি বিরুদ্ধে অভিযোগ করে বলেন সব হোটেলে এন আই এ এজেন্ট রা থাকছে তৃণমূল দের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে।
কোন মন্তব্য নেই