Header Ads

৩২প্রহর হরিনাম সংকীর্তন

হয়বরগাঁও বাঙালি পূজাবাড়ীতে ৩২ প্রহর অখণ্ড হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত।
সুনীল রায় নগাঁও ৭ এপ্রিল:-নগাঁও শহরের হয়বরগাঁও অঞ্চলের বাঙালিদের প্রান কেন্দ্র হয়বরগাঁও বাঙালি পূজাবাড়ী এই পূজাবাড়ীতে অন্যান্য বছরের মত এইবছর ৯৫ তম শ্রীকৃষ্ণের৩২ প্রহর ব্যাপীঅখন্ড হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে।আজ ছিল অন্তিম দিন ।গত২ এপ্রিল সন্ধ্যা ৭টাতে অনুষ্ঠিত হয় অধিবাস,তার পর হতে চলে হরিনাম সংকীর্তন দিবারাত্র এই হরিনামে সারা হয়বরগাঁও অঞ্চল এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে।এই হরিনাম সংকীর্তন চলে ৬এপ্রিল প্রর্য্যন্ত।এই হরিনামটি ছিল ৩২ প্রহর ব্যাপী অখণ্ড হরিনাম।আজ ছিল মহাপ্রভুর ভোগারতি এবং মহাপ্রসাদ বিতরন ।এই মহাপ্রসাদ হাজার হাজার ভক্ত প্রান জনগনে নেয়।
উল্লেখ্য যে হয়বরগাঁও বাঙালী পূজাবাড়ী এবং নাট্য মন্দির সমিতি ৯৫,তম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত করে চলছে। এই পূজাবাড়ী পরিচালনা সমিতি প্রতিবছর শরদীয় দূর্গ পূজা এবং বাসন্তী পূজা অনুষ্ঠিত করে চলছে।এই পূজাবাড়ীটির পরিচালনা সমিতির সভাপতি কার্তিক সাহা এবং সম্পাদক লিটন পাল ছাড়া ও এই পরিচালনা সমিতির দুই কর্মকর্তা সুবোধ সাহা এবং পরিমল সরকার এই পূজাবাড়ীর জন্য কতটুকু ত্যাগ স্বীকার করে পূজাবাড়ীর হিতের সারাজীবন ধরে যে ভাবে কাজ করে যাচ্ছেন সেইটি হয়বরগাঁও বাসী ছাড়া কেউ বুজতে পারবেন না।এই পূজাবাড়ী প্রতিবছর সাধারণ সভাতে সভাপতি, সম্পাদক, পদের জন্য খোয়া কামরা করতে দেখাযায়‌ । কিন্তু এই দুই জন ব্যক্তি সুবোধ সাহা পরিমল সরকার তার পদের প্রতি আজ প্রর্য্যন্ত লালসা দেখতে পাওয়া গেল না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.