অসম আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ছে
নগাঁও জেলা কংগ্রেসের সাংবাদিক সম্মিলন।
আসামের অর্থনৈতিক ভাবে দূর্বল হয়ে পরেছে #
সুনীল রায় নগাঁও ৯ এপ্রিল:-বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে ই ডি, সিবিআইয়ের মধ্যমে বিরোধী রাজনৈতিক দল কে ভয় ধমক দিয়ে কন্টরোধ করতে চাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে একনায়কত্ববাদী শাসন চলাছে।আজ নগাঁও জেলা কংগ্ৰেস কার্য্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নগাঁও জেলা কংগ্ৰেস সভাপতি প্রশান্ত শ ইকীয়ায় এই মন্তব্য করে বলেন যে প্রধানমন্ত্রী য়ে গনতান্ত্রিক প্রমুল্য বোধের কথা জানেনা। তিনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি অবহেলা করে আসছে।সমাগত লোকসভা নির্বাচনে গণতন্ত্র রক্ষার যুদ্ধ বলে অভিহিত করে সভাপতি জনে বলেন যে বিজেপি সরকারের দিনে অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয়েছে। দেশের সাথে আসামে অর্থনৈতিক ভাবে দূর্বল হয়ে পরেছে। নির্বাচনের জন্য কংগ্রেসে পাঁচটি ন্যায়ের কথা উল্লেখ করে শ ইকীয়া বলেন যে ইন্ডিয়া মিত্রজোটের সরকার হলে যুবক -যুবতীদের সংস্থাপনের জন্য যুব ন্যায় প্রদান করা ৫ হাজার কোটি টাকার বিশেষ ষ্টার্ট আপর ব্যবস্থা করা, কেন্দ্রীয় সরকারের নিযুক্তিতে ৫০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ করা,আশাকর্মী,অংগনবাড়ী কর্মীর মজুরি দুগুন বৃদ্ধি করা,এম এছ পি প্রবর্তনের মাধ্যমে কৃষকদের ন্যায় প্রদান করা, কৃষকের ঋণমুক্তের ব্যবস্থা করা,কৃষিকার্যে ব্যবহৃত সকলো সামগ্ৰী হতে জি এছ টি কর্তন, প্রতিজন শ্রমিককে নৃন্যতম ৪০০ টাকা মজুরির মাধ্যমে শ্রমিকদের ন্যায় এই সকলের পদক্ষেপ গ্ৰহন করা হবে বলে তিনি মন্তব্য করে। কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ জনগনের কাছে যাওয়া সম্পর্কে সাংবাদিকে প্রশ্নের উত্তরে শ ইকীয়া বলেন যে নগাঁওয়ের সাংসদ হিসেবে বরদলৈ সংসদে সরব হ ওয়ার কথা জনগনে জানতে পারে।কেন্দের উন্নয়ন,শিক্ষার প্রসারের জন্য কাজ করেছে। নির্দিষ্ট পরিকল্পনারে বরদলৈয়ে জনগনের কাছে যাচ্ছে। জেলা কংগ্রেসের তরফ হতে তাকে জয়ী করে আনার জন্য পদক্ষেপ গ্ৰহন করা হয়েছে।এইটি আমাদের দায়িত্ব। আমার আশা প্রদ্যুৎ বরদলৈয়ে পুনর নগাঁত্তের সাংসদ হবে। বিজেপি প্রার্থী সুরেশ বরার সাথে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরেন শ ইকীয়ার হ ওয়া বার্তালাপ সামাজিক মাধ্যমে ভাইরেল হ ওয়া বিষয়ে সাংবাদিকে প্রশ্ন করা উত্তরে শ ইকীয়া বলেন যে ব্যক্তিগত সম্পর্কের জন্য হ ওয়া বার্তালাপ ভাইরেল করাটি সুস্থ মানসিকতার পরিচয় না।সাংবাদিকে এই সম্পর্কে প্রশ্ন করার পরে সাধারণ সম্পাদক সুরেন শ ইকীয়া সাংবাদিক সম্মেলন হতে দূরে সরে যায়।
কোন মন্তব্য নেই