রাজ্যে তীব্র দাবদাহ চলছে
নয়া ঠাহর। কলকাতা:তীব্র দহন চলছে সব জেলাতে প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠছে ।আবহ দপ্তর বলছে বঙ্গোপসাগর এর উপরে শুষ্ক বাষ্প ক্রমশ হালকা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে গতকাল আকাশ মেঘে ঢেকে যায় বৃষ্টি পাত হয়। অসম রাজ্যে বৃষ্টি হয়েছে।
কোথায় কত
কলাইকুন্ডা ৪৪.৭
পানাগড় ৪৪.৬
বাঁকুড়া ৪৩.৯
পুরুলিয়া ৪২.৭
বর্ধমান ৪২.৬
মেদিনীপুর ৪২.৬
মালদহ ৪২.৪
আসানসোল ৪২.৪
কাঁথি ৪১.৫
ক্যানিং ৪১.৪
শ্রীনিকেতন ৪১.৪
কৃষ্ণনগর ৪১.২
বহরমপুর ৪০.৮
দমদম ৪০.২
কলকাতা ৩৯.৭
সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস
কোন মন্তব্য নেই