Header Ads

ক্যান্সার নিয়ে গবেষণা মূলক প্রতিবেদন লেখার জন্যে সংবাদিক শতা নন্দ ভট্টাচার্য কে মিডিয়া ফেলোশিপ

 ক্যান্সার নিয়ে  গবেষণা মূলক প্রতিবেদন লেখার জন্যে তিন মাসের জাতীয় পর্যায়ের রিচ মিডিয়া ফেলোশিপ-২০২৪ পেলেন      বরাক এর সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬ জন সাংবাদিককে এই ফেলোশিপের জন্যে মনোনীত করেছে চেন্নাইর
রির্সোস গ্ৰুপ ফর এডুকেশন এণ্ড এডভোকেসি ফর কমুউনিটি হেলথ  সংক্ষেপে রিচ। এবারের বিষয় হচ্ছে নন কমিউনিক্যাবল ডিজিজ 'ক্যানসার' । ভট্টাচার্য অবশ্য উত্তরপূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গ থেকে একমাত্র সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী তিনমাসের মধ্যে ক্যানসারের উপর তথ্যভিত্তিক গবেষণামূলক বিভিন্ন প্রতিবেদন লিখতে হবে ফেলো হিসেবে। বর্তমানে দ্য আসাম ট্রিবিউন ও দৈনিক অসমের সাংবাদিক হিসেবেই তাঁকে এই ফেলোশিপ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফেলোশিপের অঙ্গ হিসেবে চেন্নাইয়ে দু'দিনের ক্যানসারের উপর ওরিয়েন্টেশন মিডিয়া ওয়ার্কশপেও তিনি অংশ নিয়েছেন। কর্মশালায় ক্যানসার নিয়ে কি করে তথ্যনির্ভর প্রতিবেদন লিখতে হবে তা নিয়ে আলোচনা করেন মুম্বাইর টাটা মেমোরিয়াল হাসপাতালের ডিরেক্টর তথা ন্যাশনাল ক্যানসার গ্রিডের কনভেনর ডাঃ প্রমেশ সি এস, ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ নিকিতা মেহরা, ডাঃ উমা রাম, ডাঃ অনন্ত ভেন, রিচের ডিরেক্টর ডাঃ রম্য অনন্তকৃষ্ণন, রিচের টেকনিক্যাল কনসালটেন্ট ডাঃ জয়লক্ষী শ্রীধর, ক্যানসার পরামর্শদাতা নির্জা মালিক প্রমুখ। 

এদিকে শতানন্দ ভট্টাচার্য ক্যানসার নিয়ে লেখালেখির জন্যে মিডিয়া ফেলোশিপ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন কাছাড় ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের সঞ্চালক তথা মেগসাইসাই পুরস্কার বিজয়ী ডাঃ রবি কান্নান। 
 
উল্লেখ্য, সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো এবং বরাক উপত্যকায় যেভাবে প্রতিদিন ক্যানসার আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যু হচ্ছে তাতে এধরনের গবেষণার প্রয়োজন রয়েছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.