Header Ads

নির্বাচনী বন্ড এর টাকা স্পর্শ করবে না দেশের বামপন্থী দল গুলি

নয়া ঠাহর  কান্দি জেল রোড,কলকাতা: দেশের অর্থ মন্ত্রী  সীতারামন স্বামী অভিযোগ করেছেন নির্বাচনী বন্ড শুধু দেশের নয় সারা বিশ্বেব্ল র সবচেয়ে বড় দুর্নীতি। বিজেপি তৃণমূল কংগ্রেস সহ কয়েক টী দল সেই টাকা ম নিয়েছ। বড় বড় ব্যবসায়ী রা বেশি  মুনাফা লাভের আশায় রাজনৈতিক দল গুলি বন্ড এ কোটি কোটি টাকা চাঁদা দেয়। সিপিআইএম , সিপিআই ,সিপিআই এমএল,  ফরওয়ার্ড ব্লক এই টাকা নেই নি দেশে এক আর্দশ  স্থাপন করেছে দল চারটি।  দুর্নীতির কারবারি দের থেকে দূরে থেকে পরাজয় বরণ করলেও  দেশের মর্যাদা অক্ষুন্ন রাখলো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.