গত ১০ বছরে আমাদের চেনা ভারত কিভাবে অচেনা হয়ে গেছে
Topodhir Bhattacha দ্বিতীয় ::প্রত্যেক ভোটদাতা মনে রাখুন গত দশ বছরে আমাদের চেনা.ভারত কীভাবে অচেনা হয়ে গেছে।চরম মিথ্যাচার,সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষে খোলাখুলি রাষ্ট্রীয় প্র রোচনা,সংবাদ-মাধ্যমগুলিকে তাঁবেদার মহাধনিকদের কাছে জিম্মা দিয়ে তাদেরই সাহায্যে লাগাতার দেশবাসীর মগজধোলাই করে যাওয়া,শাসকের গৃহভৃত্য হিসেবে নির্লজ্জ অপপ্রচার জারি রাখা,অতিধনকুবেরদের ষোল লক্ষ কোটি ঋণ মুকুব,কৃষক-শ্রমিক-ছোট ব্যবসায়ীদের প্রতি চূড়ান্ত অবহেলা ও নির্মম আচরণ,ডিমনেটাইজেশনের নামে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া,কোভিড অতিমারীর সময় চরম অপদার্থতার নমুনা পেশ করার সঙ্গে প্রতিষেধক তৈরির নামে নির্বাচনী চাঁদা আদায়ের
অজুহাতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ,নির্বাচন কমিশন-ইডি-সিবিআই-আইটি প্রভৃতি সংস্থাকে বিজেপির ভৃত্যে পরিণত করা,সংবিধান-গণতন্ত্র-আইনি ব্যবস্থার চরম অবমাননা সহ চূড়ান্ত ভাঁওতাবাজি,ভয়াবহ বেকার সমস্যা সত্ত্বেও যুবসমাজকে প্রতারণা করা এবং দেশকে ফাঁপা মানচিত্রে পরিণত করার দায়ে খোলাখুলি বিজেপিকে অভিযুক্ত করতে হবে।ভারতকে দানবিক শক্তির কবল থেকে বাঁচানোর শেষ সুযোগ এই নির্বাচনে জনগণকেই কাজে লাগাতে হবে।হিটলারতন্ত্রকে পরাস্ত করে উত্তর-প্রজন্মের স্বার্থে দেশকে সুরক্ষিত করতে হবে বিজেপি-বিরোধী গণতান্ত্রিক দলের প্রার্থীকে ভোট দিয়ে।যেহেতু ইভিএম বিষয়ে সংশয়কে বাড়িয়ে দিচ্ছে নির্বাচন আয়োগের কাজকর্ম,যত বেশি সংখ্যক সম্ভব ভোটাধিকার প্রয়োগ করতে জনগণকে উৎসাহিত করে। (আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য)
কোন মন্তব্য নেই