Header Ads

KAGRAM এর jagadhatri পুজো তে শিউলি সুবাস নেই অকাল শরদ আছে

অমল   গুপ্ত। kagraam থেকে  ফিরে  :মুর্শিদাবাদ  জেলার  কান্দি  শহর থেকে  36 কিলোমিটার  দূরে  বিশাল    পঞ্চায়েত গ্রামের   শতাব্দী  প্রাচীন  পুজো  jagadhatri  পুজো  দেখে  এলাম,শিউলি   ফুলের   সুবাস  নেই ,   হেমন্ত র  খেজুর  গাছে  হাঁড়ি  বাঁধার  মরসুম,উল্টো  হওয়ার  মাঝে  যেন শরদ  উৎসব  প্রায়  লাখ  বড় জনসংখ্যা   গ্রাম 24 টি পুজো মণ্ডপ,  দেশ বিদেশের  কৃতী মানুষ  এই গ্রামের  বাসিন্দা , সবাই  এসে দুর্গা পুজোর  সময়ের  পরিবেশ  সৃষ্টি  করেছে।  কান্দি  মহকুমার অধীন   salar পঞ্চায়েত  এলাকার  বিশাল  গ্রাম   Kagram  23,24 টি  পুজো হয়। মহাশয়  পড়ার  বড় পুজো 165 বছরের পুজো।   আজ সেখানে  মোষ  বলি হল।  মুখোপাধ্যায়  পরিবারের  পুজো  এই বড় পুজোর  পর বলি   ,তারপর  দুপুরের নাচানাচি ,সবাই  নিজেদের  ঢাক ঢোল   নিয়ে  গ্রাম প্রদর্শন  করে এক পরম্পরা   রীতি  চলে আসছে । যাকে দুপুরের  matan বলে।  আজ আমাদের  সঙ্গে  ছিলেন  বাংলা সাহিত্যের  গবেষক  প্রণব  আচার্য।   পুরা তাত্ত্বিক  দৃষ্টি  নিয়ে  সিংহ বাহিনীর  মূর্তি  পুজো  দেখে এলেন।  কান্দি  কালি বাড়ি  Loknath  মন্দিরে  jagadhatri পুজোর  আয়োজন  হয়েছিল। ( ছবি  ওপরে  সিংহ বাহিনী   মাঝে প্রাচীন   শিব মন্দির , মহাশয়  পড়ার  বড় পুজো ও   ওপরে  গ্রাম বাংলার   সোনার তরী  পচা  পুকুরে  ভাসছে। )



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.