ভারতীয় গণ পরিষদের Borpeta -Chring জেলা গঠিত
ভারতীয় গন পরিষদের চিরাং ও বরপেটা জেলা আহ্বায় কমিটি গঠন
বিজনী(চিরাং) ঃ ভারতীয় গন পরিষদ দলের বিজনীর কালীবারিতে অনুষ্ঠিত চিরাং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত করা হয়৷ উল্লেখযোগ্য যে উক্ত সভায় দলের কেন্দ্রীয় সভাপতি সহদেব দাস ও কার্যকরী সভাপতি শান্তনু মুখার্জী উপস্থিত থাকেন ৷ সভার সিদ্ধান্ত মর্মে পুরাতন কমিটি ভঙ্গ করে আগামীতে এক শক্তিশালী জেলা কমিটি গঠনের জন্য রাজু সরকারের নেতৃত্বে দশজন সদস্যের আহ্বায় মন্ডলীর গঠন করা হয়৷
বরপেটা জেলার মৈরাঝারে অনুষ্ঠিত ভারতীয় গন পরিষদের এক সভায় দলের পুরাতন জেলা কমিটি ভঙ্গ করে জিতেন সরকার,সন্জিব সরকার,প্রকাশ আর্য,পিন্টু ঘোষ, বিশ্বজীৎ সরকার সহ সর্বমোট আটজনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়৷ এবং এই আহ্বায়ক কমিটি দুইটি অতি শ্রীঘ্রেই চিরাং ও বরপেটা জেলা সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন করবে
কোন মন্তব্য নেই