Header Ads

বিশ্বের সবচেয়ে বড় সমস্যা জল জলের উৎস ক্রমশ শুকিয়ে যাচ্ছে

 Moumita Das , কান্দি  
     
পৃথিবীতে মানুষের  জীবনধারণের জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান বর্তমান তার মধ্যে অন্যতম প্রধান হল জল, ছোটোবেলা থেকে শুনে আসা অতি প্রচলিত **জলের অপর নাম জীবন"-* পৃথিবীতে মানুষের বেঁচে থাকা সভ্যতার উন্নতি সবকিছুর জন্যই জলের একান্ত প্রয়োজন। জল ছাড়া জগতে মানুষের সহ কোনো প্রানীর কল্পনা করা কঠিন, আমাদের প্রতিদিনকার জীবনে প্রত্যেক মুহূর্তে আমার জলের ওপর নির্ভর করেই বেঁচে থাকি। প্রানী তথা উদ্ভিদ জগতের অস্তিত্ব রক্ষার মূল লোভের বশবর্তী হয়ে উন্নত প্রযুক্তির সাহায্যে যথেচ্ছভাবে অহরহ প্রকৃতিক পরিবেশে থেকে অরোহন, শোষন ও ধ্বংস করে চলেছে বাস্তূতন্তের ভারসাম্য নষ্ট হয়। এর কুফল হিসেবে মানুষকে ভোগ করতে হয় জলদূষণ , বাষুদূষণ, মাটিদূষণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.