Header Ads

কৃত্রিম বুদ্ধিমত্তা বিপদ ডেকে এনেছে ।

 অমল গুপ্ত,কান্দি  জেল রোড: ভারত  উন্নতির  শিখরে।  মোবাইল ,ইন্টারনেট   নানা  সমস্যার  সৃষ্টি  করছে  । প্রধানমন্ত্রী  কেও  জড়ানো  হয়েছে। শেষ  পর্যন্ত  প্রধানমন্ত্রী  নরেন্দ্র  মোদীর  অবিকল   চেহারা  দেখিয়ে  তাকে   মহিলাদের সঙ্গে  নৃত্য  করা দেখা  গেছে ।  যা  দেশ জুড়ে  vairal হয়েছে।  কৃত্রিম বুদ্ধিমত্তা  বা  aritficial  ইন্টেলিজেন্স  মাধ্যমে  প্রধানমন্ত্রীর   হুবহু   ছবি কৃত্রিম   ভেবে  তৈরি  করা হয়   গবেষণায়  ।বিকাশ  নামে এক গুজরাটের  ব্যক্তি কে  নরেন্দ্র  মোদীর  রূপ  দেওয়া  হয়  দেশ জুড়ে  হৈ চৈ  পড়ে  যায়  প্রধানমন্ত্রী। স্বয়ং  স্পষ্ট  করে  এই কৃত্রিম  ভিডিও তদন্ত  করে  শাস্তির  সুপারিশ  করা হয়  বলে গুয়াহাটি ভিত্তিক  tv chnnel prag chnnel এর  বিশিষ্ট সাংবাদিক  প্রশান্ত   rajguru  র  প্রতিবেদন সূত্রে  জানা গেছে। এর আগে  অমিতাভ   বচ্চন  সহ দেশের  সিনেমা  জগতের  বহু। নায়িকার  এই  কৌশল ই  অবলম্বনে  তৈরি  করে ভিডিও করে  ছেড়ে  দেওয়া  হয়।  সাধারণ  মানুষ  বিভ্রান্ত  হয়ে পড়েছে। এই জটিল  সমস্যা  সমাধানে  পুলিশের সাইবার   ক্রাইম   শাখা  খোলা  হয়েছে।  বিদেশী  সুন্দরী  যুবতী দের  সংগে প্রেমের   অভিনয়  করে  বহু  মানুষ   সর্বহারা  হয়েছে।   আমার  এক বন্ধু  আমেরিকার  সেনা বিভাগের কাজ করা এক সুন্দরী  নারীর  সঙ্গে প্রেমের অভিনয়  করে  50 হাজার  টাকা মার খেলো। newyork থেকে  parcel এল গুয়াহাটির  ঠিকানায়  বন্ধুটি  তা 50 হাজার  টাকা  জমা দিয়ে  ছাড়িয়ে  আনতে  গেলে পরে  দাবী করা হল, আরও  এক লাখ  30 হাজার  টাকা  জমা  দিলে  parcel  টি দেওয়া  হবে।  শেষ পর্যন্ত  গুয়াহাটি  পুলিশের সাইবার  ক্রাইম  বিভাগে অভিযোগ  করা হল। সব কিছু   ভারতের  হায়দরাবাদ  থেকে  করা হয়েছে  সুন্দরী  নারী প্রেমের অভিনয়  অন্য নারী করেছে।  অফিসার রা  বললেন" আপনি বেঁচে গেছেন  মাত্র 50 হাজার টাকা  গেল  বাকিদের   লাখ লাখ  টাকা  গিয়েছে। "

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.