Header Ads

টাটা সাম্রাজ্যের সফলতার পিছনে ছিলেন এক বাঙালি

♦️টাটা সাম্রাজ্যের উত্থানের মূলে যে একজন বাঙালি তা ক'জন খবর রাখেন? 
★স্বয়ং জামশেদজি টাটা  মুক্তকণ্ঠে বারবার স্বীকার করেছেন সেই মহান মানুষটির কথা।
1♦️সেই মহান মানুষটি হলেন, ভারতের প্রথম ভূতাত্ত্বিক,  বিজ্ঞানী  প্রমথনাথ বসু(১২ মে ১৮৫৫, -২৭ এপ্রিল  ১৯৩৫)
জন্মেছিলেন ২৪ পরগনার গোবরডাঙ্গার কাছে গৈপুর গ্রামে।
এরপর সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করে প্রমথনাথ  বসু গিলক্রিস্ট বৃত্তি নিয়ে নিয়ে ১৮৭৪ সালে  লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলেন।
 ওখান থেকে স্নাতক হলেন। 
♦️তারপর ১৮৭৯ সালে লন্ডন রয়েল স্কুল অফ মাইনস থেকে পাশ করে ১৮৮০ সালে দেশে ফিরে এলেন।
 প্রেসিডেন্সি কলেজের ভূবিদ্যার অধ্যাপক পদে যোগদান করলেন। কিছুদিন জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াতেও উচ্চপদে আসীন ছিলেন।
♦️তিনি ছিলেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ( অধুনা যাদবপুর বিশ্ববিদ্যালয়,)  এর প্রথম অধ্যক্ষ।
প্রেসিডেন্সি কলেজে থাকার সময় তাঁর আবিষ্কারের নেশা চাপল। 
মাটির নীচে সম্পদের অনুসন্ধান চালাতে শুরু করলেন।
♦️এই সময় তিনি মধ্যপ্রদেশে ভাল্লা রাজহারা লৌহ খনির আবিষ্কার করলেন। স্থাপিত হল ভিলাই কারখানা।
♦️এরপর সেই যুগান্তকারী আবিষ্কার,  ময়ূরভঞ্জ জেলার বিশাল  লৌহখনির ভান্ডার!  
জামশেদজি নওরওয়ানজি টাটাকে পরামর্শ দিলেন ইস্পাত কারখানা গড়ার।
♦️জামশেদজি টাটা গড়ে তুললেন ১৯০৭ সালে ২৬ অগাস্ট,  সেই বিখ্যাত   ইস্পাত কারখানা!
♦️যে পথ ধরে গড়ে উঠল টাটাদের বিশাল সাম্রাজ্য!  
ভারতে আধুনিক শিল্পের গোড়াপত্তন হল প্রমথনাথ বসুর আবিষ্কারের সূত্রে।
জামশেদজি  টাটা দিতে চাইলেন প্রমথনাথকে  কোম্পানির একটা বড় শেয়ার বিনামূল্যে। 
কিন্ত প্রমথনাথ বসু সবিনয়ে ফিরিয়ে দিলেন জামশেদজি টাটার সেই প্রস্তাব। 
কারণ তিনি ছিলেন নির্লোভ এক সাধক বিজ্ঞানী।
♦️জামশেদপুরে টাটারা প্রমথনাথ বসুর সেই বিশাল অবদানের কথা মনে রেখে  নির্মাণ করেছেন তাঁর মূর্তি।
তাঁর জন্মদিনে কত বিখ্যাত মানুষ সেখানে মালা দিতে এসেছেন। এসেছেন পণ্ডিত জহরলাল নেহরু,   রাজেন্দ্র প্রসাদ প্রমুখ বিখ্যাত মানুষেরা 
 টাটারা তো থাকেনই।
 ★রতন টাটাও তাঁর জন্মদিন কখনও  ভুলে যান না। 
 তাঁর বিবাহবাসরে কারা উপস্থিত ছিলেন তা শুনলে চমকে যেতে হবে!
★স্বয়ং সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র আর   তরুণ রবীন্দ্রনাথ!
★প্রমথনাথের পুত্রও ছিলেন এক  বিশিষ্ট চিত্র পরিচালক
 তিনি হলেন গ্রেট মধু বসু।
কত বিখ্যাত মানুষ এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন,  সেসব খবর আমরা ক'জন রাখি..(. সুজন  মজুমদারের  সৌজন্যে )

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.