Header Ads

প্লাস্টিকের বোতলের জল থেকে প্রতি মানুষের দেহে প্লাস্টিক মাইক্রো কণা প্রবেশ করছে যা দূষিত

 অমল  গুপ্ত ,কান্দি  জেল রোড:  মুর্শিদাবাদ:আমরা  সবাই  প্লাস্টিক  বোতল  প্লাস্টিক  পাত্রে  জল খাবার  খায়   শরীরের  জন্যে  ক্ষতিকর। হায়দরাবাদ  সহ দেশের  বৈজ্ঞানিক  গবেষণায়  পরীক্ষায় ব্যবহার  করা  প্লাস্টিক  বোতল  পাত্র  তে  প্লাস্টিকের  মাইক্রো  কণা  খুঁজে  পেয়েছে  যা দেহের  মধ্যে  ঢুকছে  ।বিশেষ করে  প্রসূতি  দের  বিরাট ক্ষতি  হচ্ছে।  সরকার  হাজার  চেষ্টা  করেও প্লাস্টিক  বদ্ধ  করতে  পারলো  না।  দেশের   মুনাফা খোর শিল্পপতি  রা   সব  সামগ্রী  প্লাস্টিক  বোতল  ও পাত্রে  ভোরে  বিক্রী  করে  । মাইক্রো  প্লাস্টিক  সবার দেহে  যাচ্ছে। প্লাস্টিক  100 বছরেও  নষ্ট  হয়না।  এই প্লাস্টিক  সভ্যতার  অভিশাপ  ।সারা দেশে  দূষণ    ছড়াচ্ছে।  কোনো নিয়ন্ত্রণ  নেই।  দেশের  সব নর্দমা  রাস্তা ঘাট  নদ নদী  এমনকি  সাগর ও  দূষিত  হচ্ছে। তিমি  মাছের  পেটের  মধ্যে  প্লাস্টিক  ধরা পড়েছে ।প্লাস্টিকের  সুক্ষ মাইক্রো কণা     সবার  পেটে যাচ্ছে  পেটে  বিষ  ঢুকছে।  দেশের  জঙ্গল  ক্রমশ ধংস  হচ্ছে   পাহাড়  নদ নদী  ধ্বংস র কবলে। জমির  নিচে  জল ভান্ডার  শুকিয়ে   যাচ্ছে।দেশের রাজনৈতিক  দল গুলোর  মিথ্যা আশ্বাস   চলছেই। তাদের নির্বাচনী   menofest এ  পরিবেশ  সংরক্ষণ   নিয়ে  আশ্বাস থাকে না।  দেশের  পরিবেশ  দূষণের  অন্যতম কারণ প্লাস্টিক। প্লাস্টিক  মুক্ত  ছাড়া  দেশ  পরিচ্ছন্ন  হবে না।   পবিত্র  গঙ্গা , ব্রহ্মপুত্র  যমুনা  সহ দেশের  45 টি  নদী র জল দূষিত।   । আজ  আনন্দবাজারের  প্রথম পৃষ্ঠায়  ছবি দূষিত  যমুনা র  ফেনা   জলে ছোট পুজোর  পর  কয়েকজন  পুজো  করছেনা।  এর সঙ্গে প্লাস্টিক  আবর্জনা   খেলা  জমে যাবে। এই আমাদের  নীতি হীন রাজ্যের ভারত বর্ষ। 




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.