Header Ads

আর মাত্র 12 মিটার পৌঁছাতে পারলে 41 জন আবদ্ধ শ্রমিক মুক্ত আকাশের নিচে আসবে

অমল গুপ্ত -কান্দি জেল রোড। ,মুর্শিদাবাদ: উত্তরা খণ্ড   রাজ্যের  উত্তর কাশী জেলার  নির্মিত  tennel   আবদ্ধ  41 জন শ্রমিক 11 দিন ধরে  পাহাড়ের  গর্ত র  মধ্যে  আটকে  আছেন  প্রায় 4 কিলোমিটার  এর  মধ্যে  পাথর  কেটে  কেটে  অনেকটা  সম্ভব  আর মাত্র  12 মিটার  দূরে  শ্রমিকদের  অবস্থান।আজ সন্ধ্যার  মধ্যে  বেরোতে  পারে। নতুবা কাল ভোরে। বাইরের  ধ্বসে  না পড়ে  লোহার পাতে  মুড়ে ফেলা হয়েছে  বাইরের দিকে পাহাড়ের   অংশও।  দেশে  মোট  29 টি tennel নির্মিত  হয়েছে।  তার মধ্যে কলকাতার  মেট্রো রেলের  tennel  আছে। ।সব tennel  সার্ভে  করে  নিরাপত্তা  ব্যবস্থা  সুনিশ্চিত  করার নির্দেশ  দিয়েছে কেন্দ্রীয়  সরকার।  এতদিন  6 ইঞ্চি ব্যাস  মাপের  পাইপলাইন  যোগে  গরম খিচুড়ি  0 ফল মূল পাঠানো  হচ্ছিল।  আজকের  খবর শ্রমিক রা  সুস্থ  আছেন।  জামা কাপড়  ও  পৌঁছানো  গেছে। 41 জন শ্রমিকের  মধ্যে অসমের  দুজন  বাংলার  তিনজন  আটকে আছেন। বাংলার  জয়দেব পারমাণবিক  ,  সৌরভ  পাখিরা,ও মানিক তালুকদার  আটকে আছেন। আজকের  মধ্যে  উদ্ধার  অভিযানে  প্রস্তুতি  শুরু  হয়েছে   ambulance  সব রেডি  রাখা হয়েছে।  পাশে  41 জন শ্রমিকের  জন্যে অস্থায়ী  হাসপাতালের  41 টি বেদ  রেডি রাখা  হয়েছে। উত্তরা খণ্ড  র মুখ্যমন্ত্রী  পুষ্প নাথ     dhami  জানান  প্রধানমন্ত্রী  বারবার  খবর  নিচ্ছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.